নূর মুহাম্মাদ - মাদরাসাতু বাক্কা আলইসলামিয়া মেরাজনগর, ঢাকা
Question
প্রথমে হুযুরের সিহহত ও আফিয়াত কামনা করছি। তারপর জানাচ্ছি, আমি এ বছরেই একটি নতুন মাদরাসায় খেদমতে নিযুক্ত হয়েছি। দরসিয়াতের ব্যস্ততা কম থাকায় সে সময়টুকু কুরআন ও উলূমুল কুরআনের মুতালাআয় কাটানোর চেষ্টা করছি। তাই আমার তালিমী মুরুব্বী আমাকে একটি কাজ দিয়েছেন এবং এ বিষয়ে আপনার সাথে পরামর্শ করার নির্দেশ দিয়েছেন। কাজটি হল, আমি যেন প্রাথমিক তালিবে ইলমদের জন্য উলূমুল কুরআন বিষয়ে সহজ সাবলিলভাবে কিছু লিখি। এজন্যে আমি ‘আল ইতকান ফী উলূমিল কুরআন’, মাবাহিস ফী উলূমিল কুরআন;, তাকী উসমানী (দামাত বারাকাতুহুম)-এর ‘উলূমিল কুরআন’, আত তাফসীর ওয়াল মুফাসসিরুন’ কিতাবগুলো মুতালাআয় রেখে কাজ আরম্ভও করেছি। তো হুযুরের কাছে আমার জানার বিষয় হল, আরো কোন কোন কিতাব সামনে রেখে কোন উসলূবে কাজটি সমাধা করলে উপকারী হবে জানিয়ে বাধিত করবেন। আল্লাহ আপনাকে কবুল করুন।
Answer
আপনি এ বিষয়ে الطريق إلى القرآن এবং الطريق إلى تفسير القرآن الكريم -এর মুসান্নিফ মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম-এর সাথে সাক্ষাৎ করে পরামর্শ গ্রহণ করতে পারেন।