হুযাইফা কাবীর - শনিরআখড়া, ঢাকা
Question
মুআযযায হযরত, আল্লাহ আপনাকে সিহহাতে কামেলা ও আফিয়াত নসীব করুন। আমি মাদানী নেসাবের একজন তালিবে ইলম। আমি এখন চতুর্থ বর্ষে অধ্যয়ন করছি। আমি তাফসীরুল কুরআনের উপর তাখাস্সুস করতে আগ্রহী। সুতরাং আমাকে এই ফন্নের ইবতেদায়ী কিতাব সম্পর্কে এবং তা মুতালাআর তরিকা বাতলে দিয়ে উপকৃত করবেন।
আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমীন।
Answer
আপনি এ বিষয়ে মাদানী নেসাবের মুআসসিস মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম-এর পরামর্শ গ্রহণ করতে পারেন।