Rabiul Akhir 1429 || April 2008

আব্দুল বারী - বাইতুস সালাম উত্তরা-২

Question

আমি কওমী মাদরাসার ছাত্র। আমার পরিবার আমাকে কওমী মাদরাসায় পড়াতে আগ্রহী নয়। অথচ আমি দুই দুই বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পেয়েছি স্বপ্নযোগে। কওমী মাদরাসা থেকে নিয়ে যাওয়ার জন্য প্রচন্ড চাপের মুখে রমজান মাসে বাদ ফজর দেওবন্দে যাওয়ার স্বপ্ন দেখেছি এবং কিছু দিন পূর্বে মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. ও হাফেজ্জী রহ.-এর সাথে মাসআলা সংক্রান্ত বিষয়ে আলোচনারত আছি এমন এক স্বপ্ন দেখেছি এবং মুসলমানদের বিশাল দুর্গেও প্রধান ফটকের দায়িত্ব এবং এক ছাত্রকে কিতাবের আরবী.....এর সমাধান দেয়ার মত স্বপ্ন দেখে আমি বড়ই আশ্বস্ত। কিন্তু এই মুহূর্তে প্রয়োজনে

 পিতা মাতার কথা অমান্য করা আমার জন্য কতটুকু শোভনীয় বা শরীয়তসম্মত হবে। না, মা বাবার কথা শুনে নিজেকে অন্য কাজে ব্যবহার করাটা ভাল হবে। শরীয়তসম্মত সমাধানের জন্য উদগ্রীব।

হুজুর আমার পাঠাতে দেরি হয়ে গেছে। কিন্তু দ্রুত সমাধানের খুবই প্রয়োজন। তাই একটু কষ্ট করে হলেও আমার উত্তরটা জানিয়ে আমার উপকার করুন।

 

Answer

পিতা-মাতার সঙ্গে সব  সময় ভালো ব্যবহার করবেন এবং তাদের সামনে বিনয়ী হয়ে থাকবেন। তবে পূর্বের মতোই পড়াশুনা অব্যহত রাখুন। সঙ্গে সঙ্গে সালাতুল হাজত পড়ে দুআ করতে থাকুন, আল্লাহ তাআলা যেন আপনার পিতামাতাকে দ্বীনী ইলমের গুরুত্ব এবং সঠিক পন্থায় অর্জনের অপরিহার্যতা বোঝার তাওফীক দান করেন।

Read more advices provided in this issue