Jumadal Ula 1429 || May 2008

আবুল মানসুর মুহাম্মাদ রিয়াজুদ্দীন - জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ

Question

(ক) আমি কাফিয়া জামাতের একজন ছাত্র। আমার অসুবিধাগুলো হল-

আমি নাহু এবং ছরফ-এর কাওয়ায়েদগুলো মুখস্থ করেছি এবং ভালোভাবে বুঝেছি। কিন্তু আমি এখনও সহীহ শুদ্ধভাবে ইবারত পড়তে পারি না। তাই ইবারত সহীহভাবে পড়ার জন্য আমাকে কী করতে হবে? নাকি আদব বিভাগে ভর্তি হতে হবে?

(খ) আমি উসূলুশ শাশী কিতাবটি বুঝি না। বিশেষ করে আমরের বয়ানগুলো একেবারেই বুঝি না। এই কিতাবটি বুঝার জন্য আমাকে অন্য কোনো কিতাব মুতালাআ করা লাগবে কি না?

(গ) আরবী লেখার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করলে আমার জন্য সুবিধা হবে। আমার বাংলা লেখা তো দেখছেন, এখন এই বাংলা লেখা চলবে নাকি আরো  সুন্দর করতে হবে?


Answer

(ক) একদম না। প্রতিদিন বিশ-পঁচিশ মিনিট করে আননাহবুল ওয়াজিহ কিংবা আততরীক ইলান নাহব-এর সাহায্যে নাহবী তামরীন করবেন এবং আততরীক ইলাছ ছরফ এর সাহায্যে ছরফী তামরীন করবেন। এই দুবিষয়ের তামরীন ফলপ্রসূ হওয়ার জন্য যদি আততরীক ইলাল আরাবিয়্যাহ এবং আততামরীনুল কিতাবী আলাত তরীক ইলাল আরাবিয়্যাহ প্রয়োজন হয় তবে তা-ও সঙ্গে রাখবেন।

আপনার দরসের কোনো আরবী কিতাব থেকে প্রতিদিন তিন-চার লাইন খাতায় লিখবেন। এরপর চিন্তা-ভাবনা করে প্রয়োজনে নাহবেমীর ও ইলমুছ ছীগা এর সাহায্য নিয়ে এই বাক্যগুলোরনাহবী ও ছরফী তাহকীক করবেন। ইরাব লাগাবেন এবং বাংলায় তরজমা করবেন। এটাও তামরীনের একটি পদ্ধতি।

দশ পনের দিন এভাবে মেহনত করে দেখুন। ইনশাআল্লাহ কিছু কিছু সুফল পেতে শুরু করবেন।

(খ) তাসহীলু উসূলিশ শাশী এবং তাইসীরু উসূলিল ফিকহ নামে দুটো কিতাব তৈরি করেছেন জামেয়া বিন্নুরী টাউন করাচির উস্তাদ মাওলানা আনোয়ার বদখশানী। তবে এতে সহজ করার উদ্দেশ্য পুরোপুরি অর্জিত হয়নি। আপনার আগ্রহ থাকলে কিতাব দুটো সংগ্রহ করতে পারেন অথবা উবায়দুল্লাহ আসআদী ছাহেবের উর্দূ রিসালা-উসূলুল ফিকহ কিংবা আলওয়াজিহ ফী উসূলিল ফিকহ মুতালাআ করতে পারেন। এমনিতে যেহেতু বিষয়টি নতুন তাই প্রথম দিকে কিছুটা অপরিচিতির দূরত্ব অনুভূত হতে পারে। তবে ইনশাআল্লাহ  ধীরে ধীরে তা কেটে যাবে এবং বিষয়টি সহজ মনে হবে।

(গ) আপনার হস্তাক্ষর-মাশাআল্লাহ পরিষ্কার। তবে তা আরো সুন্দর করার জন্য মশক করলে ভালো হবে। আরবী হস্তাক্ষর সুন্দর করার জন্য কী করতে হবে-এ বিষয়ে গত সংখ্যায় বা তার আগের সংখ্যায় লিখেছি। 

আপনি আরেকটি প্রশ্ন করেছেন। এ বিষয়ে আপনার তালীমী মুরববী ভালো বলতে পারবেন। কেননা বিস্তারিত না জেনে এ বিষয়ে মশোয়ারা দেওয়া মুশকিল। 

Read more advices provided in this issue