মুহাম্মাদ শুয়াইব - কারীমিয়া মাদরাসা, ঢাকা
Question
...
Answer
এ বিষয়ে ইমাম ইবনুল মুবারক রহ.-এর কিতাবের বাংলা তরজমা মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত হয়েছে। শুরুতে আমার ভূমিকা আছে। আপনি প্রথমে ভূমিকাটি মনোযোগের সঙ্গে পড়ুন। এরপর মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর কিতাব ‘সীরাতে সাইয়্যেদ আহমদ শহীদ’ মুতালাআ করুন। তৃতীয় পর্যায়ে হযরত হাকীমুল উম্মত রহ.-এর কিতাবসমূহ থেকে নির্বাচিত প্রবন্ধ-নিবন্ধ সংকলন ‘ইসলামী হুকুমত ওয়া দুসতূরে মামলাকাত’ অধ্যয়ন করুন।
এই তিন কিতাবের মুতালাআ শেষ হওয়ার পর কোনো বিষয় জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করবেন। সামর্থ্য অনুযায়ী আপনার প্রশ্নের জওয়াব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।