Rajab 1429 || July 2008

হাছানুযযামান - ফরিদাবাদ মাদরাসা, ঢাকা

Question

আমরা সোহবতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কিছুই জেনে আসছি। এ সম্পর্কে     উস্তাদের পরামর্শে আদাবুল ইখতেলাফ পাঠকালে সুন্দর আলোচনাও নজরে এসেছে।

আমি জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে তাফাককুহ ফিদ্দীন-এর উদ্দেশ্যে মুরববী বা উস্তাদ থেকে কী পদ্ধতি অবলম্বন করার দ্বারা ফায়দা উঠানো যেতে পারে। চাই সেটা দাওরার পূর্বে হোক বা পরে।


Answer

আপাতত এটুকুই করুন যে, সকল কাজ আপনার তালীমী মুরববীর পরামর্শক্রমে করবেন এবং আপনার  উস্তাদগণের আচার-আচরণ থেকে আদাবুল মুআশারা শেখার চেষ্টা করবেন। সঙ্গে সঙ্গেমিশকাতুল মাসাবীহ-এর কিতাবুর রিকাক ও কিতাবুল আদব-এর হাদীসগুলো অধ্যয়নের সময় সেগুলো নিজের বাস্তব জীবন ও আচার-আচরণে প্রতিফলিত করার চেষ্টা করবেন। এবং আগামীতেও এ বিষয়ে আপনার তালীমী মুরববীর সঙ্গে পরামর্শ ও নির্দেশনা-গ্রহণ অব্যাহত রাখবেন। 

Read more advices provided in this issue