মুহাম্মাদ শাহ কাউসার আহমদ - ফজিলত ২য় বর্ষ, জামেয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসা, সিলেট
Question
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। আমি এ বছর মিশকাত জামাতে লেখাপড়া করব আমি একজন মাঝারি ধরনের ছাত্র। এ জামাতের কিতাবাদি কীভাবে অধ্যয়ন করলে আমার উপকার হবে সে বিষয়ে জানার খুব আগ্রহ।
দয়া করে আপনার কিছু সময় আমার জন্য ব্যয় করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দ্বীনের বিপুল খেদমত করার তাওফীক দান করুন। আমীন।
Answer
এই জামাতের সব কিতাবের ব্যাপারেই আলকাউসারের বিভিন্ন সংখ্যায় লেখা হয়েছে। মেহেরবানী করে পিছনের সংখ্যাগুলোর শিক্ষার্থীদের পাতায় দেখুন। ইনশাআল্লাহ আপনার কাঙ্খিত তথ্য পেয়ে যাবেন।
একটি কথা বিশেষভাবে উল্লেখ করছি যে, আপনি প্রতিটি হাদীসের তরজমা ও মাফহুম পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন। মাওলানা মনযুর নুমানী রাহ.-এর ‘মাআরিফুল হাদীস’মুতালাআয় রাখবেন। তিনি হাদীসের ভাব ও শিক্ষা যেভাবে সহজ-সরল ভাষায় বর্ণনা করেছেন আপনিও হাদীসের মাফহুম ঐভাবে বোঝার চেষ্টা করবেন। হাদীসের নির্দেশনাগুলো নিজের আমলী যিন্দেগীতে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। এরপরে অতিরিক্ত বিষয়, বিভিন্ন ফায়েদা, ইখতিলাফ সমূহ ও দলীল-প্রমাণের স্থান রাখবেন। এ বিষয়গুলো যতটুকু পারা যায় তাতেই আলহামদুলিল্লাহ, বাকি পরে দেখা যাবে।