Rabiul Akhir 1430 || April 2009

মুহাম্মাদ নেয়ামতুল্লাহ ফরীদী - ফরিদাবাদ মাদরাসা

Question

...


Answer

আপনার প্রশ্ন পেয়েছি, কিন্তু যেহেতু তা সুওয়ালনামা আকারে বড়দের প্রতি এক অভিযোগনামা। তাই তা প্রকাশ করা সমীচীন মনে হল না। আপনার কাছে দরখাস্ত এই যে, আপনি মাওলানা যায়েদ মাজাহেরী নদভীকৃত ইসলামী হুকূমত আওর দুসতূরে মামলাকাত (যা হাকীমুল উম্মত রাহ.-এর গ্রন্থাদি এবং তাঁর খুতবাত ও মালফূযাত থেকে নির্বাচিত বিষয়বস্ত্তর দ্বারা প্রস্ত্তত করা হয়েছে) অধ্যয়ন করুন।

কিতাবুল জিহাদ ইবনুল মুবারক এর অনুবাদের শুরুতে আমার লিখিত ভূমিকাটিও অধ্যয়ন করুন। এরপর যদি কোনো ইলমী প্রশ্ন বাকি থাকে তাহলে সে সম্পর্কে লিখবেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তাৎক্ষণিকভাবে কোনো বিষয় জানতে চাইলে সাক্ষাতে আলোচনা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ এবং দ্বীনী গায়রত দান করুন। আমীন।

Read more advices provided in this issue