Shaban-Ramadan 1437 || June-July 2015

আবু উবাইদা সাইফী - জামিয়া কুরআনিয়া,যশোর

Question

বাদ সালাম,মুহতারাম উস্তায! আমি শরহে বেকায়া জামাতে পড়ি। আমি যেহেতু হানাফী মাযহাবের অনুসরণ করি এবং আমাদের জামাতের ফিকহে হানাফী-এর কিতাব পড়ানো হয়,তাই আমাদের ইমাম আবু হানিফা রাহ. সম্পর্কে জানার ব্যাপারে খুব আগ্রহ জাগে এবং এ জন্য আলহামদু লিল্লাহ মুতালাআ শুরু করেছি। কিন্তু আমার জানার বিষয় হল, ইমাম আযম রাহ.-কে কেন আবু হানিফা উপাধিতে ভষিত করা হল? এবং তার কোনো কন্যা সন্তান ছিল কি? থাকলে তার নাম কী? এ ব্যাপারে কোনো স্পষ্ট সমাধান পাচ্ছি না। দয়া করে সমাধান দিয়ে বাধিত করবেন। এবং তাঁর সম্পর্কে বলা হয় যে, ইমামকে জিজ্ঞাসা করা হল, ১জন মহিলা ৪জন স্বামী রাখতে পারে না কেন? অথচ ১জন পুরুষ ৪জন স্ত্রী রাখতে পারে। তখন তার হানিফা নাম্নী কন্যা প্রশ্নের সুন্দর উত্তর দেওয়ায় ইমামে আযমের সাথে তার নাম যুক্ত করে তাঁকে আবু হানিফা ডাকা হয়। কথাটি সঠিক কি না?

 

Answer

একথা সুনিশ্চিত যেইমামে আযম নুমান ইবনু ছাবিত রাহ.-এর কুনিয়াত তথা উপনাম আবু হানিফা। কিন্তু এই উপনামের কারণ কী তা নিশ্চিতভাবে বলা মুশকিল। তাঁর সন্তানাদির মধ্যে কেবল হাম্মাদ-ই হলেন প্রসিদ্ধযিনি নিজ পিতার কাছেই ইলম অর্জন করেন। এই হাম্মাদ ছাড়া তাঁর অন্য কোনো সন্তান ছিল কি না এবং তাদের নাম ও জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় না।

তবে কেউ কেউ বলেছেন যেহানীফা নামে ইমাম ছাহেব রাহ.-এর একজন কন্যা সন্তান ছিলেনসে হিসেবে তাঁর উপনাম আবু হানিফা হয়েছে। কিন্তু এ মতের পক্ষে শক্তিশালী কোনো দলীল পেশ করা হয়নি। এছাড়াও অন্যরা ভিন্ন কারণও উল্লেখ করেছেন।  (দেখুন : উকদুল জুমানমুহাম্মাদ ইবনু ইউসুফ সালেহী পৃ. ৪১)

তবে এগুলোর কোনো একটিকে সুনির্দিষ্টভাবে সঠিক বলা যায় না। আর আপনি প্রশ্নে এ প্রসঙ্গে যে ঘটনাটি উল্লেখ করেছেন তা একটি মুনকার ও উদ্ভট কথাযা কোনো নির্ভরযোগ্য কিতাবে নেই। 

Read more advices provided in this issue