Rabiul Auwal 1436 || January 2015

মুহাম্মাদ আতাউল্লাহ - হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম

Question

 

সঠিক ও বাস্তবসম্মতভাবে উসূলে ফিকহের ইজরা-পদ্ধতি জানতে চাই। মূল্যবান পরামর্শ দিয়ে কৃতজ্ঞ করবেন বলে আশা রাখি। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন, আমীন।

 

Answer

উসূল ও কাওয়ায়েদ আয়ত্ত করার পর ইজরা ও তাতবীক (উদাহরণ ও অনুশীলন)-এর প্রতি যত্ন নেয়া উচিত। এবিষয়ে কিতাব ও উপকরণ কম থাকায় কিছু বাড়তি মেহনত করতে হবে। কুরআন মাজীদ তিলাওয়াত এবং আহাদীস মুতালাআর সময় বিভিন্ন উসূলের তাতবীক ও ইজরার চেষ্টা করা যেতে পারে। এখন আপনি উসূলুশ শাশী পড়ার সময় থানবী রাহ. রচিত আত তালখীসাতুল আশারাহ-এর অন্তর্ভূক্ত পঞ্চম রিসালা আল মাদার লিহাল্লিল মানার-এর সহযোগিতা নিতে পারেন। এরপর সম্ভব হলে ড. মুহাম্মাদ আকবার রচিত الواضح في أصول الفقه দেখতে পারেন। তাছাড়া আপনার কোনো উস্তাযের তত্ত্বাবধানেও আপনি কিছুদিন অনুশীলন অব্যাহত রাখতে পারেন।

Read more advices provided in this issue