Rabiul Auwal 1436 || January 2015

মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান মাসুমপুর - মাসুমপুর, সিরাজগঞ্জ মাদরাসা

Question

আমি শরহে বেকায়া জামাতের একজন ছাত্র। আমার শিক্ষা-জীবনের শুরু হতে এই পর্যন্ত কোনো একটি দিন মন ভারাক্রান্ত ব্যতিত অতিবাহিত হয়নি। কারণ, আমার স্মরণশক্তি কম, কোনো কিতাবই বুঝে আসে না, إعراب   লাগাতে পারি না...। আল্লাহ আপনাকে হায়াতে তাইয়েবাহ দান করুন।

Answer

ভাই মুস্তাফিজুর রহমান আপনি ঘাবড়াবেন না। যারা আপনাকে নিরুৎসাহিত করতে চেয়েছে তারা খুবই খারাপ করেছে। আপনার লেখা দেখে তো মনে হয়, আপনি এত দুর্বল নন। আপনি যদি তাকওয়া ও তাহারাতের ব্যাপারে যত্নবান হন এবং ইখলাসের সাথে মেহনত জারি রাখেন তাহলে ইনশাআল্লাহুল আযীয অবশ্যই সফল হবেন। আপনার জন্য অপেক্ষা করছে দ্বীন ও ইলমের খেদমতের বিশাল ও বিস্তৃত ময়দান। এজন্য জরুরী হল, আপনার কোনো অভিজ্ঞ ও মেহেরবান উস্তাযকে তালীমী মুরুববী হিসেবে গ্রহণ করা এবং তাঁর পরামর্শ ও নেগরানীতে মেহনত করতে থাকা। পাশাপাশি আপনি চিঠিপত্রের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। কখনো সুযোগ হলে সাক্ষাতও করতে পারেন। আপনি সবসময় মন ও শরীরকে চাঙ্গা রাখার চেষ্টা করবেন। আমি দুআ করছি আল্লাহ তাআলা যেন আপনার যেহেন খুলে দেন এবং রুসুখ ফিল ইলম ও তাফাক্কুহ ফীদ্দীন নসীব করেন। আপনিও আল্লাহ তাআলার দরবারে কাকুতি-মিনতিসহ দুআ করবেন।

رب زدني علما نافعا، رب اشرح لي صدري.... اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا

দুআগুলো বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন এবং কবুল করুন, আমীন।

Read more advices provided in this issue