তালেবে নাজাত, - সিলেট
Question
দীর্ঘ একটি চিঠি
Answer
কোনো মন্দ স্বভাব থেকে বেঁচে থাকার জন্য অথবা কোনো জরুরী আমলের অভ্যাস গড়ার জন্য হিম্মতের কোনো বিকল্প নেই। শুধু দুআর দ্বারা সব ঠিক হয়ে যাবে -এটা আল্লাহ তাআলার সাধারণ নিয়ম নয়। হিম্মত ও মুজাহাদার ভিত্তিতেই আল্লাহর রহমত লাভ হয়।
এখনই কারো বায়আত হলেন না, কিন্তু কারো সাথে ইসলাহী তাআল্লুক অবশ্যই রাখা চাই। প্রতিদিন একশতবার ‘লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করুন, ইনশা আল্লাহ ফায়দা হবে।