আহমদ শাহ - কুমিল্লা
Question
আশা করি ভাল আছেন। আমি অধম আপনার জন্য দুআ করি। আল্লাহ যেন আপনাকে উভয় জগতের সমসত্ম কল্যাণ দান করেন এবং আপনার নেক হায়াত বাড়িয়ে দেন। আজ কিছু হতাশা নিয়ে আমি আপনার কাছে চিঠি লিখতে বসেছি। আমি মীযান জামাতের একজন ছাত্র। ক্লাশে মধ্যম ধরনের ছাত্র। আমার একজন উস্তায বলেছেন যারা তাকরার করায় তারাই ভাল আলেম হয়। কিন্তু আমি মাঝে মাঝে সহজ কিতাব তাকরার করাই। কিন্তু কঠিন কিতাব তাকরার করাই না। তাই আমি কি ভাল আলেম হতে পারব না? আমি সাধারণত একটি কিতাব কোন রকম একবার পড়ে রেখে দেই। তাই একটি কিতাব কতবার পড়লে পড়া হয়েছে বুঝব। আবার মাঝে মাঝে অলসতা জাগে যে সামনের বছর থেকে ভাল করে পড়ব। এমন করে প্রথম জামাত থেকে এ পর্যন্ত এসেছি। আবার মাঝে মাঝে পড়া না পারলে মনে মনে ভাবি কোনো রকম দাওরা পর্যন্ত যেতে পারলেই হল। কিন্তু আমার এবং আমার বাবা-মা তাদের অনেক আশা, আমি একজন বড় আলেম হব। তাদের এ আশা আমার অলসতার কারণে কি শেষ হয়ে যাবে? আমার আরবীতে কথা বলার অনেক ইচ্ছে। কিন্তু আরবীতে তেমন কথা বলতে পারি না। তাই অনেকে বলে মাদানী নেসাবে ভর্তি হওয়ার জন্য। তাই এ বিষয়ে আমাকে পরামর্শ দিয়ে বাধিত করবেন। আমি ছোট মানুষ তাই লেখার মধ্যে ভুল থাকলে ক্ষমা করে দিবেন বলে আশা রাখি।
Answer
আপনি আমার জন্য দুআ করেছেন, আমীন, জাযাকাল্লাহু খায়রান। আমিও আপনার জন্য দুআ করি। আল্লাহ আপনাকে রুসূখ ফীল ইলম এবং তাফাককুহ ফিদ্দীন নসীব করুন। হতাশার কোনো কারণ নেই। নিজের মধ্যে ইলমের মহববত ও তৃষ্ণা তৈরি করুন। নিজের কোনো অভিজ্ঞ ও মেহেরবান উস্তাযকে তালীমী মুরুববী হিসেবে গ্রহণ করুন। তাঁর পরামর্শ অনুসারে ইলমী সফর জারী রাখুন। প্রত্যেক জামাতের কাঙ্ক্ষিত যোগ্যতা কতটুকু অর্জিত হয়েছে এবং কিতাবাদি আপনি কতটুকু বুঝেছেন এবং আত্মস্থ করতে পেরেছেন তা নিজ উস্তাযকে দিয়ে পরীক্ষা করুন। আপনি মাদানী নেসাবের মাদরাসায় ভর্তি হওয়ার কথা জিজ্ঞেস করেছেন। এ বিষয়ে আপনার তালীমী মুরুববীই আপনার হালত অনুসারে মুনাসিব পরামর্শ দিতে পারবেন। কারণ, কেবল নেসাব পরিবর্তন করাই একমাত্র সমাধান নয়।