Zilhajj 1435 || October 2014

ইবনে আব্দুল কুদ্দুস বাহুবলী - দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম

Question

শুনেছি, আল্লামা আবুল হাসান আলী নদভী রাহ.-এর লিখিত আরবী কিতাবের সংখ্যা নাকি প্রায় দু’শ! আমি শরহে বেকায়া জামাতের একজন ছাত্র। আরবী কিতাবাদি মোটামুটি বুঝি। প্রিয় হযরত! দয়া করে এই জামাতের তালিবে ইলমের উপযোগী তাঁর কয়েকটি আরবী কিতাবের নাম বলে দিলে এগুলো থেকে ইস্তেফাদা করতে পারব। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। আমীন।

Answer

মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-এর (মৃত্যু ১৪২০ হি.)-এর আরবী ও উর্দূ ভাষায় বিভিন্ন ধরনের কিতাবপত্র, রিসালা ও পুস্তিকা এবং মাকালা ও প্রবন্ধ রয়েছে। দাওয়াতী, ফিকরী, ইসলাহী, আদবী, তারীখী, ইলমী রচনাবলী, সফরনামা, বক্তৃতা ও ভাষণের সংকলন, চিঠিপত্রের সংকলন, সাক্ষাৎকার এবং বিভিন্ন কিতাবের উপর তাঁর লিখিত মুকাদ্দিমা ও ভূমিকা। তাঁর রচিত কিতাবসমূহের মধ্যে শরহে বেকায়া জামাতের তালিবে ইলমদের জন্য নিমেণাক্ত কিতাবগুলো উপযোগী হবে বলে আশা করি। আরবী আদব ও সাহিত্য সম্পর্কে: ১.  قصص النبيين (৩-৫ খ-) ২.القراءة الراشدة  (৩য় খ-) ৩. مختارات من أدب العرب (১-২ খ-) সীরাত ও শামায়েল বিষয়ে :  السيرة النبوية দাওয়াত বিষয়ে : روائع من أدب الدعوة في القرآن والسيرة । এসব ছাড়াও আরো কিতাব রয়েছে। 

Read more advices provided in this issue