Zilhajj 1435 || October 2014

হামিদুল্লাহ শরীয়তপুরী - নূরে রাহমানিয়া, ফেনী

Question

আমি একজন জামাতে হেদায়াতুন্নাহব-এর ছাত্র। আমার আগ্রহ হল হাদীস শরীফ মুখস্থ করা। তবে সহজে ও প্রাথমিক পর্যায়ে হাদীসের কোন কিতাব পড়তে পারি ও তরজমাতুল কুরআনের উর্দূ জাদীদ অর্থের জন্য কোনটি অধ্যয়ন করতে পারি  উক্ত বিষয়দ্বয় জানালে কৃতজ্ঞ থাকব।

 

Answer

প্রাথমিক পর্যায়ে হাদীসের হিফয ও মুতালাআর জন্য শায়খ মুহিউদ্দিন আওয়ামাহ রচিত ‘মিন সিহাহিল আহাদিসিল কিসার’ রাখতে পারেন। এর বাংলা অনুবাদ হয়েছে। সেটিও সামনে রাখতে পারেন। এরপর ইমাম মুহিউদ্দীন আননববী (৬৩১-৬৭৬ হি.) রাহ.-এর রিয়াযুস সালেহীন মুতালাআ করতে পারেন। আর জাদীদ উর্দূভাষায় রচিত এবং সম্প্রতি প্রকাশিত তরজমাতুল কুরআনের জন্য শায়খুল ইসলাম মুফতী তকী উসমানী দামাত বারাকাতুহুম রচিত আসান তরজমায়ে কুরআন দেখতে পারেন।

Read more advices provided in this issue