Shawal 1435 || August 2014

মাহফুজ - রংপুর

Question

হেদায়া কিতাবের হাশিয়াসমূহের শেষে বিভিন্ন আলামত দেখা যায়। যেমন د، ت، ب | এসব আলামাতের অর্থ কী? অনেক হাশিয়ায় الهداد (হাদ্দাদ) এবং আব্দুল গফূর-এর হাওয়ালা দেয়া হয়েছে। এ দুজনের পরিচয় জানতে চাই। উল্লেখ্য الهداد শব্দটি কি সঠিক নাকি الحداد হবে। কারণ الهداد নামে তো মুখতাসারুল কুদুরীর একজন শারেহ রয়েছেন। উপরোক্ত বিষয়গুলোর সমাধান দানের জন্য হুজুরের কাছে আবেদন করছি।


Answer

হেদায়া কিতাবের হিন্দুস্তানী নুসখার ২য় খন্ডের শেষে প্রকাশকের পক্ষ থেকে একটি পরিশিষ্ট যোগ করা হয়েছে। এতে মুহাশশীর সংক্ষিপ্ত জীবনী এবং হাশিয়ার মাসাদির ও মারাজের বিবরণ উল্লেখ রয়েছে। এখান থেকে আপনি হাশিয়ায় ব্যবহৃত রুযূগুলোর অর্থও জানতে পারবেন।

প্রশ্নোক্ত (الهداد) আল হাদ্দাদ এটি নামের ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ (اله دادইলাহ দাদ। এটি ফার্সী নাম, যার শাব্দিক অর্থ: আল্লাহর দান।

শাইখ ইলাহদাদ ইবনু আব্দিল্লাহ আল জৌনপুরী রাহ. হিজরী দ্বাদশ শতকের হিন্দুস্তানের একজন প্রসিদ্ধ আলেম ও সূফী। ৯২৩ হিজরী সনে তিনি ইন্তিকাল করেন। বিভিন্ন কিতাবের উপর তাঁর শরাহ ও হাশিয়া রয়েছে। কাফিয়া, হেদায়া, উসূলুল বযদবী, উসূলুশশাশী ও মাদারিকুততানযীল ইত্যাদি কিতাবের উপর তাঁর হাশিয়া রয়েছে। তাঁর জীবনী জানার জন্য নিম্নোক্ত গ্রন্থগুলো দেখা যেতে পারে।

১. আখবারুল আখইয়ার, শায়খ আব্দুল হক দেহলবী, ২. আল ইলাম (নুযহাতুল খাওয়াতির) আব্দুল হাই হাসানী ৪/৩৭-৩৯, ৩. আবজাদুল উলূম, সিদ্দীক হাসান খান ৩/৮৯৪-৮৯৫, ৪. হাদায়িকুল হানাফিয়্যাহ, মওলবী ফকীর মুহাম্মাদ জিহলামী (মৃত্যু ১৩৩৪ হি.) পৃষ্ঠা ৩৮৮-৩৮৯

আর প্রশ্নে উল্লেখিত আব্দুল গফুর কে তাঁর পূর্ণ পরিচয় এ মুহুর্তে জানার সুযোগ আমার হয়নি। এর জন্য আরো অনুসন্ধান ও তাহকীক প্রয়োজন। আল্লাহ তাআলা তাওফীক দান করুন। আমীন। 

 

Read more advices provided in this issue