Rajab 1435 || May 2014

মো: আলআমীন - জামিয়া ফারুকিয়া কওমিয়া মাদরাসা

Question

মুহতারাম, আশা করি ভাল আছেন। নিম্ন-লিখিত প্রশ্নের সমাধান দেওয়ার আবেদন রইল।

(ক) আমি নাহু-ছরফ বিষয়ে দুর্বল। এখন সহজে নাহু-ছরফ শিক্ষার জন্য কোন কিতাবটি পড়লে ভাল হয়?

(খ) আরবীতে কথা শিখার জন্য, আরবীতে দরখাস্ত শিখার জন্য, আরবীতে চিঠি লিখার জন্য কোন কিতাব সবচাইতে উপকারী?

 

Answer

(ক) (খ) আপনি কোন জামাতে পড়ছেন তা উল্লেখ করলে পরামর্শ দেয়া সহজ হতো। এসব বিষয়ে তো অবশ্যই আপনার মাদরাসায় কিছু কিতাবাদী পড়ানো হয়। তো এর বাইরেও যদি আরো কিছু মেহনত করতে চান তবে আপনার উস্তায ও মুরুবিবর অনুমতিক্রমে মাওলানা আবু তাহের মেসবাহ দামাত বারাকাতুহুম -এর আরবী শেখার কিতাবগুলো পড়তে পারেন। যথা ১. আততরীক ইলাল আরাবিয়্যাহ, ২. আততামরীনুল কিতাবী আলাত তরীক ইলাল আরাবিয়্যাহ, ৩. আততরীক ইলাস ছরফ ও ৪. আততরিক ইলান নাহব কিতাবগুলো যদি ইতোপূর্বে পড়ে থাকেন তবে পুনরায় সেগুলো বুঝে বুঝে পড়তে হবে। আর আরবীতে চিঠিপত্র লেখার জন্য আপনি ইনশার কিতাবগুলো দেখতে পারেন। আর সুযোগ হলে আহলে ইলম ও আরবীভাষী বিশিষ্ট ব্যক্তিদের চিঠিপত্রের নমুনাও দেখতে পারেন।

Read more advices provided in this issue