Rajab 1435 || May 2014

মুহাম্মাদ মাহফুজুর রহমান - জামিয়া দ্বীনিয়া ইসলামিয়া কল্যাণপুর, ঢাকা

Question

মুহতারাম, আমি মীযান জামাতে পড়ছি। সায়্যেদ আবুল হাসান আলী নদভী রাহ.-এর তালেবে ইলমের পথ ও পাথেয় বইটি পড়ে আমার প্রবল আগ্রহ জন্মেছে বাংলা সাহিত্য চর্চা করার।

হযরতের নিকট আকুল আবেদন, আমি কি মীযান জামাতে পড়া অবস্থায় সাহিত্য চর্চা করতে পারব? নাকি ফারেগ হওয়ার পর? সাহিত্য চর্চা করতে হলে কোন কিতাবে কতটুকু সময় দেওয়ার পর পারব? এজন্য কোন কোন লেখকের বই আমাকে সংগ্রহ করতে হবে? জানালে হযরতের জন্য আমরণ আল্লাহ তাআলার কাছে নেক হায়াতের দুআ করব।


Answer

বাংলা সাহিত্য চর্চার আগ্রহের জন্য আপনাকে মোবারকবাদ। তবে মনে রাখতে হবে, এখন আপনার মূল কাজ হচ্ছে আরবী সীগাহ ও ইবারত সহীহভাবে পড়া ও বুঝার যোগ্যতা অর্জন করা এবং সকল ইলমী কিতাব পড়া ও বুঝার যোগ্যতা অর্জনে সচেষ্ট থাকা। হাঁ, এর পাশাপাশি কিছু সময় আপনি বাংলা সাহিত্য চর্চায় ব্যয় করতে পারেন। কিন্তু এজন্য আপনি কী পড়বেন এবং কী পরিমাণ সময় ব্যয় করবেন তা আপনার নিকটস্থ কোনো অভিজ্ঞ উস্তায আপনার অবস্থানুযায়ী নির্ধারণ করে দিবেন। আপনি যাই করুন না কেন তা আপনাকে নিজ তালীমী মুরুববীর পরামর্শ অনুসারেই করতে হবে। আপনার তালীমী মুরুববীর অনুমতিক্রমে আপনি মাওলানা আবু তাহের মেসবাহ দামাত বারাকাতুহুম-এর পুষ্পসমগ্রের মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করতে পারেন। আর এজন্য আপনি প্রতিদিন বিশ মিনিট বা আধা ঘণ্টা সময় ব্যয় করতে পারেন।

Read more advices provided in this issue