Jumadal Ula 1435 || March 2014

মুহাম্মাদ নাজমুল হক - মোমেনশাহী

Question

 

ক) লেখাপড়ার দিকে আমার ঝোঁকটা একটু বেশি। অর্থাৎ রোযনামচা, রচনা লেখা এবং মন চায় বিভিন্ন মাসিক ইসলামী পত্রিকায় লেখার মাধ্যমে অংশগ্রহণ করতে। আর লেখা শিখতে বিভিন্ন সময় অনেকেই উৎসাহও দিয়ে থাকেন। আর লেখতে হলে শেখার প্রয়োজন অবশ্যই আছে। যার ফলে আগে আমি প্রতি মাসে চার-পাঁচটা মাসিক ইসলামী পত্রিকা কিংবা বিভিন্ন ম্যাগাজিন পড়তাম। আর এখনকার অবস্থা হচ্ছে প্রায় সময় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা কিনি ও বড় বড় লেখকদের লেখাগুলো পড়ি এবং তা থেকে লেখা শিখার উপকরণ খুঁজে নিজের লেখা সুন্দর করার চেষ্টা করি।

এখন আমার প্রশ্ন হচ্ছে, এ কাজগুলো করতে গেলে দরসের কিতাব পড়া কিংবা বুঝার মধ্যে সাধারণত কিছু ক্ষতি হয়েই থাকে। বড় কথা হচ্ছে একাগ্রতা থাকে না। এ অবস্থায় আমার করণীয় কি? এবং আমি একজন তালিবে ইলম হিসেবে রোযনামচা লেখা শিক্ষা করা কতটুকু প্রয়োজন এবং এর জন্য কতটুকু সময় দিতে পারি বা দেওয়া উচিত।  

প্রশ্ন : খ) আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রাহ.-এর আত্মজীবনীমূলক কী বইপত্র আছে আমি জানতে আগ্রহী। পড়ে উপকৃত হতে চাই। 

প্রশ্ন : গ) সব বিষয়ে কিছু কিছু বাংলা বইপুস্তক পড়েছি। এখন থেকে আরবী কিতাবাদী পড়তে চাই (অর্থাৎ দরসের ফাঁকে বা বন্ধের মধ্যে)। তো হেদায়া-মেশকাত জামাতের ছাত্রদের জন্য কী ধরনের কিতাব পড়া দরকার।   


 

Answer

 

উত্তর : ক) এ সময় আপনার জন্য দরসী কিতাবাদীর পিছনে সময় ও মনোযোগ নিবদ্ধ রাখাই হলো সবচেয়ে বড় দায়িত্ব। কারণ এখন কিতাবী ইস্তিদাদ তৈরি করার সময়। এজন্য আগামী সবক মুতালাআ, তাকরার, সবক ইয়াদ করা ইত্যাদির ব্যাপারে সামান্যতম অমনোযোগিতাও সমর্থনযোগ্য নয়। এ সময় বাইরের পড়াশোনা একদম সীমিত হওয়া উচিত। দরসী পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছু পড়তে চাইলে তাতে বাধা নেই, কিন্তু মনে রাখতে হবে, যা করবেন আপনার তালীমী মুরববীর সাথে পরামর্শক্রমে করবেন এবং নিজেকে তার নির্দেশনার অনুগত রাখবেন। 

ভাষা ও সাহিত্য চর্চা সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর ইতোপূর্বে দেওয়া হয়েছে। ‘‘তালেবানে ইলম : পথ ও পাথেয়’’ বইটিতে সংশ্লিষ্ট পরামর্শগুলো দেখতে পারেন। আর রোজনামচা লেখার জন্য তো খুব বেশি সময় খরচ হওয়ার কথা নয়। তাই অল্প অল্প করে নিয়মিত  রোযনামচা লিখতে পারেন। 

উত্তর : খ) আবুল হাসান আলী নদভী রাহ.-এর আত্মজীবনীগ্রন্থ কারওয়ানে যিন্দেগী নামে মোট সাত খন্ডে ছেপেছে। সমসাময়িক বিশিষ্ট ব্যক্তিদের সাথে তাঁর স্মৃতিচারণমূলক গ্রন্থ পুরানে চেরাগনামে ছেপেছে।

এছাড়া তাঁর লিখিত চিঠিপত্রের একটি সংকলনও তৈরি হয়েছে। যা মাকতূবাতে মুফাককিরে ইসলাম নামে মজলিসে নশরিয়াতে ইসলাম করাচি, পাকিস্তান ছেপেছে।

উত্তর : গ) মুকাদ্দিমাতুল ইলম ও মুকাদ্দিমাতুল কিতাব সম্পর্কে অনেক কিছু পড়ার আছে। আপনি এ বিষয়ে তালেবানে ইলম : পথ ও পাথেয় বইটিতে সংশ্লিষ্ট প্রবন্ধ ও প্রশ্নোত্তরগুলো দেখতে পারেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সীরাতুস সালাফের নির্বাচিত কিতাবসমূহ মুতালাআ করা। 

 

Read more advices provided in this issue