বুরহানুদ্দীন জারীফ - ইমদাদুল উলূম ফরিদাবাদ
Question
আমি এ বছর ঢাকা ফরিদাবাদ মাদরাসায় মিশকাত জামাতে নতুন ভর্তি হয়েছি। মাদরাসায় পড়ালেখার জীবনে এই প্রথম শহরের একটি বড় প্রতিষ্ঠানে আমার ভর্তি হওয়া। এর আগে গ্রামে ছোটখাটো প্রতিষ্ঠানে পড়াশুনা করেছি। এজন্য নিজের ইসতিদাদ নিয়ে খুবই শঙ্কিত।
প্রিয় উস্তায! অনুগ্রহ করে জানাবেন, মিশকাত জামাতের কিতাবগুলো কীভাবে পড়লে আমার বিশেষ ফায়েদা হবে এবং কোন কিতাবের জন্য কী কী শরাহ সংগ্রহ করতে পারি। এখানে একটি কথা বলতে লজ্জা নেই। আমি আরবীতে যথেষ্ট দুর্বল। উর্দু পারি মোটামুটি। এ যাবত বাংলা শরাহসমূহ দেখে-পড়েই এতদূর এসেছি। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন।
Answer
আপনার জন্য জরুরি হল, অতি সত্বর আপনার মাদরাসার কোনো অভিজ্ঞ উস্তাযকে তালীমী মুরববী হিসেবে গ্রহণ করা এবং তাঁর পরামর্শ অনুসারে মেহনত করা। মনে রাখতে হবে, কিতাবী
ইস্তিদাদ অর্জনের কোনো বিকল্প নেই। এর জন্য আপনাকে মেহনত জারি রাখতে হবে। নিরাশ হবেন না। মেহনত করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন।
কিতাবগুলো উস্তাযগণের কাছ থেকেই বুঝে নিতে হবে এবং প্রয়োজনে দরসের বাইরেও উস্তাযের শরণাপন্ন হতে হবে। এরপর নিজ জামাতের বা উপরের জামাতের কোনো সমঝদার সাথীরও সহযোগিতা নিতে পারেন। এরপরও প্রয়োজন হলে আপাতত কিতাবের কোনো উর্দু শরাহ দেখতে পারেন। তবে আপনাকে অবশ্যই আস্তে আস্তে কিতাবের আরবী হাশিয়া ও শরাহ মুতালাআর অভ্যাস গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আপনাকে তাওফীক নসীব করুন।