মুহাম্মাদ মুরশিদুল আলম - তারাগঞ্জ, রংপুর
Question
আমি প্রায় এক বছর ধরে একটি কিতাবের তালাশে থেকে ব্যর্থ হয়ে গেছি। পরিশেষে আপনাদের শরণাপন্ন হলাম। কিতাবটির নাম হচ্ছে ‘কিতাবুল অসিয়ত’ আমি জামাতে কাফিয়ায় পড়ার সময় উক্ত কিতাবের নাম এবং গুরুত্ব সম্পর্কে অবগত হয়েছি। অর্থাৎ দরসের কিতাব ‘তালীমুল মুতাআল্লিম’-এর মধ্যে পড়েছি। সেখানে বলা হয়েছে যে, হযরত ইমামে আযম আবু হানীফা রাহ.-এর একটি কিতাব আছে উপদেশমূলক কিছু বাণী সম্পর্কে। আবার সেখানে বলা হয়েছে, কিতাবটি যে খুজবে সে পাবে। এখন আপনাদের কাছে আছে কি না তা জানাবেন। যদি না থাকে তাহলে কোথায় পাওয়া যেতে পারে তা জানাবেন। আর যদি থাকে তাহলে তাঁর মূল্য কত তাও জানাবেন। পরবর্তীতে আমি আপনাদের কাছে ফোন করে ডাকযোগে নিব ইনশাআল্লাহ।
Answer
কিতাব তালাশের আগ্রহের জন্য আপনাকে মোবারকবাদ।
‘আলওয়াসিয়্যাহ’ নামে ইমাম আবু হানীফা রাহ. থেকে একাধিক রিসালা বর্ণিত রয়েছে। এসব ওয়াসিয়্যাতের মধ্যে একটি হলো, ইউসুফ ইবনু খালিদ আস-সামতী এর উদ্দেশ্যে আবু হানীফা রাহ. এর ওয়াসিয়্যাত। এটির কথাই ‘তালীমুল মুতাআল্লিম’ কিতাবের উদ্ধৃত স্থানে বলা হয়েছে। এ‘ওয়াসিয়্যাত’টির পূর্ণ পাঠ অনেক মুসান্নিফ তাঁদের কিতাবে নকল করেছেন। যেমন: মুয়াফ্ফাক ইবনু আহমদ আলমক্কী (মৃত্যু ৫৬৮হি:) তাঁর কিতাব মানাকিবুল ইমাম আজম’ -এ (২/১০৭-১০৭, ২৫তম অধ্যায়) এবং ইবনুল বাযযাযী আল কারদারী (মৃত্যু ৮২৭ হি.) তাঁর কিতাব ‘মানাকিবুল ইমাম আজম-এ (২/৮৯-৯১ প্রথম অধ্যায়, সপ্তম পরিচ্ছেদ)। এ ওয়াসিয়্যাতটি এবং আবু হানিফা রাহ. থেকে বর্ণিত ভিন্ন আরো চারটি ওয়াসিয়্যাত একত্রে মাওলানা মুহাম্মাদ আশেক ইলাহী বুলন্দশহরী রাহ. এর উর্দূ তরজমা ও তারতীব সহকারে মাকতাবাতুন নূর হিন্দুস্তান থেকে ‘ওয়াসায়া ইমাম আজম’ নামে ছেপেছে। আপনি এর একটি নুসখা সংগ্রহ করতে পারেন।