Safar 1435 || December 2013

রিদওয়ান - উত্তরা, ঢাকা

Question

অনেকদিন আগের কথা। তখন উত্তরায় এক কওমী মসাদরাসায় পড়াশুনা করি। আমাদেরকে একজন উস্তায একদিন আসবাবে ইলমের তাযীম সম্পর্কে কিছু আলোচনা করেন। সেখানে তিনি সর্বাগ্রে কলমের প্রসঙ্গে কথা বলেন। এরপর থেকে আমি আসবাবে ইলমের বিশেষ করে কলমের আদব রক্ষার চেষ্টা করি। আর কলম শেষ হয়ে গেলে তা না ফেলে জমানো শুরু করি। এর সাথে সাথে মিসওয়াক আর কাগজের টুকরার ক্ষেত্রেও নীতি অবলম্বন করি। কিন্তু এগুলো এখন জমতে জমতে অনেক বেশি হয়ে গেছে। কলম প্রায় এক বক্স। কাগজ মিসওয়াকেরও একই অবস্থা। এগুলো এখন কোথাও রেখে শান্তি পাচ্ছি না। তাই এখন কী করতে পারি? জানিয়ে বাধিত করবেন।


Answer

মাশাআল্লাহ। ইলমের আদব রক্ষার জন্য আল্লাহ তাআলা আপনার ইলম  আমলে বরকত নসীবকরুন। আপনার জমানো কাগজের টুকরোগুলোর যদি কোনো প্রয়োজন না থাকে তবে সেগুলোআগুনে জ্বালিয়ে দিতে পারেন। আর ব্যবহৃত কলম  মেসওয়াকগুলো মাটির নিচে দাফন করতেপারেন। ইচ্ছে করলে কলমগুলো কোনো ভাংগারির দোকানে বিক্রি করতে পারেন যদি তারা তা ক্রয়করেন।

Read more advices provided in this issue