Muharram 1435 || November 2013

মুহাম্মাদ ইউসুফ - জামিয়াতুল উলূমিল ইসলামিয়া তেজগাঁও, ঢাকা

Question

হাদীসের কিতাবে শিশু-কিশোর বাচ্চাদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিভিন্ন বাণী ঘটনা পাওয়া যায়। সাহিত্যে যেমন শিশুদের উপযোগী করেশিশু সাহিত্যরচনা বা সংকলন করা হয়, হাদীসের ক্ষেত্রেও যদিশিশুদের নিয়ে হাদীস’ ‘শিশুদের জন্য রাসূলবাশিশুদের রাসূলইত্যাদি শিরোনামে সংকলন তৈরী করা হয় তাহলে এক্ষেত্রে হযরতের অভিমত কী? অর্থাৎ এই পরিকল্পনা উদ্যোগটা কেমন এবং এর প্রয়োজন কতটুকু আছে বলে হযরত মনে করেন?

 

Answer

 বিষয়ে আপনাকে সরাসরি সাক্ষাতে পরামর্শ করতে হবে।


Read more advices provided in this issue