Zilqad 1434 || September 2013

মুহা: আতাউল্লাহ মাকবুল - ফরিদাবাদ, ঢাকা

Question

জিহাদ বিষয়ক জামে-মানে একটি কিতাব বা বইয়ের দিকনির্দেশনা দিবেন যাতে জিহাদ বিষয়ক সঠিক জ্ঞান ও সময়োপযোগী বিধি বিধান জানতে পারি। এবং ধাপে ধাপে এ বিষয়ে গভীর জ্ঞানার্জনে কি কি বই মুতালাআ করতে পারি তাও জানাবেন।

 

Answer

শরয়ী জিহাদ হলো ইসলামের ইজতেমায়ী ফরয আমলসমূহের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ফরয। সুতরাং শরয়ী জিহাদ সম্পর্কে আলেম ও তালিবে ইলমদের জানার অনেক দিক রয়েছে। যথা-

১. জিহাদের অর্থ ও হাকীকাত

২. জিহাদের তাৎপর্য ও লক্ষ্য-উদ্দেশ্য

৩. জিহাদের আহকাম ও মাসায়েল

৪. আদাবুল জিহাদ

৫. জিহাদের ফাযায়েল

৬. জিহাদের তারীখ ও ইতিহাস

৭. মুজাহিদদের জীবনী

এসব বিষয়ে সঠিক ও বিশদ জ্ঞান লাভের জন্যে আয়াতুল জিহাদ ও আহাদীসুল জিহাদ অধ্যয়ন করতে হবে নির্ভরযোগ্য তাফসীর ও শরহে হাদীসের আলোকে। ফিকহ ও ফতওয়ার নির্ভরযোগ্য কিতাবে জিহাদ ও সিয়ার অধ্যায় মুতালাআ করতে হবে। সিয়ার ও মাগাযী বিষয়ক স্বতন্ত্র কিতাবগুলোতে জিহাদের ইতিহাস পড়তে হবে এবং তারীখ তারাজিমের কিতাবে মুজাহিদদের জীবনী অধ্যয়ন করতে হবে।

মনে রাখতে হবে, শরয়ী জিহাদ পরিচালনা করা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রিয় দায়িত্বসমূহের অন্যতম।

সুতরাং 

السياسة الشرعية

বা

 الأحكام السلطانية

সম্পর্কেও জানা জরুরী। এ বিষয়ে যেসব স্বতন্ত্র কিতাব রয়েছে তা বুঝে পড়তে হবে। শরয়ী জিহাদ হলো নুসরতে দ্বীন ও খেদমতে দ্বীনের একটি গুরুত্বপূর্ণ শাখা এবং আল-আমরু বিল মারুফ ওয়ান নাহ্য়ি আনিল মুনকার ও দাওয়াত ইলাল্লাহ-এর একটি প্রকার। সুতরাং এসব বিষয়ের তাৎপর্য এবং শরয়ী আহকাম ও আদাব জানাও শরয়ী জিহাদ সম্পর্কে সঠিক জ্ঞান লাভের জন্য একান্ত প্রয়োজন।

আর জিহাদের বিভিন্ন দিক নিয়ে তো স্বতন্ত্র অনেক কিতাব ও রিসালাও রচিত হয়েছে এবং হচ্ছে। তবে আপনি প্রাথমিকভাবে জিহাদ বিষয়ক মুতালাআ শুরু করার জন্য নিম্নোক্ত কিতাব ও রিসালাগুলো দেখতে পারেন।

১. কিতাবুল জিহাদ ইবনুল মুবারক রহ.-এর অনুবাদের শুরুতে আমার লিখিত ভূমিকাটি।

২. মাসিক আলকাউসারের শিক্ষা পরামর্শ বিভাগে ইতোপূর্বে জিহাদ বিষয়ক প্রশ্নোত্তরগুলো আপনিতালিবানে ইলম : পথ ও পাথেয় নামে সংকলিত বইটিতেও পাবেন।

৩. মুফতী মুহাম্মাদ শফী রহ. এর জিহাদ বিষয়ক রিসালা যা তাঁর জাওয়াহিরুল ফিকহিসংকলনটিতেও রয়েছে।

৪. উস্তাযে মুহতারাম মাওলানা তকী উসমানী (দামাত বারাকাতুহুম) এর তাকমিলাতু ফাতহিল মুলহিম-এ কিতাবুল জিহাদের শুরুতে তাঁর মুকাদ্দিমা এবং এ অধ্যায়ের হাদীসসমূহের শরাহ।

এছাড়াও উস্তাযে মুহতারামের জিহাদে ইকদামী বিষয়ক একটি মাকালা যা তাঁর ফিকহী মাকালাত কিতাবটিতে সন্নিবেশিত হয়েছে।

Read more advices provided in this issue