Rajab 1434 || May 2013

নাম প্রকাশে অনিচ্ছুক - টুমচর মাদরাসা লক্ষ্মীপুর

Question

আমি আলিয়া মাদরাসার দশম শ্রেণীর ছাত্র। আমার তামান্না একজন খুব ভালো আলেম হওয়া। এর জন্য সকল চেষ্টা মেহনত করার জন্য আমি ইনশাআল্লাহ প্রস্ত্তত। কিন্তু আমাদের এখানে সবকের পড়ার বাইরে অন্য কিতাব পড়ার সুযোগ কম থাকে। তাই কওমী মাদরাসায় ভর্তি হওয়ার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তা সম্ভব হয়নি।

আলী মিয়া নদভী রাহ.-এর জীবনপথের পাথেয় পড়ে আলহামদুলিল্লাহ পড়ালেখার যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে। আমি হেদায়াতুন্নাহু কিতাব পড়েছি। এখন ভবিষ্যত জীবন আলোকিত উজ্জ্বল করার জন্য কোন্ কোন্ কিতাব কী পরিমাণ অধ্যয়ন করতে পারি-জানালে কৃতজ্ঞ হব।

Answer

আল্লাহ তাআলা আপনার নেক নিয়ত কবুল করুনআপনাকে হিম্মত দান করুন এবং আপনার জন্যপ্রয়োজনীয় উপায়-উপকরণের ব্যবস্থা করে দিন। আমীন। আপনি ছুটির দিনগুলোতে দারুল কলমআশরাফাবাদ ঢাকা থেকে প্রকাশিত আততরীক ইলাল আরাবিয়্যাহআততামরীনুল কিতাবীআততরীকইলাছ ছরফআততরীক ইলান নাহবআততরীক ইলাল কুরআনিল কারীম-এই পাঁচটি কিতাবকেঅনুশীলনের সাথে অধ্যয়ন করুন। এতে ইনশাআল্লাহ ইস্তিদাদ পোক্ত হবে। পরবর্তী কোনো সময় আরোকিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Read more advices provided in this issue