মুহাম্মাদ ইকবাল হুসাইন - যশোর
Question
আমি মাদানী নেসাবের ২য় বর্ষের ছাত্র। বর্তমানে বাড়িতে আববা কঠিন রোগে আক্রান্ত, আম্মাও পূর্ব থেকেই অসুস্থ। ভাইয়েরা দ্বীনী ইলম না থাকায় যার যার সংসার নিয়ে ব্যস্ত। তাই পরিবার থেকে আমার প্রতি চাপ হল, তাড়াতাড়ি পড়াশুনা শেষ করে মা-বাবার খেদমতে নিয়োজিত হও। তাই আমার প্রশ্ন, কীভাবে ৫ বছরের অবশিষ্ট নেসাব ৩/৪ বছরে শেষ করতে পারি? একটি সুপরামর্শ দেওয়ার অনুরোধ করছি।
Answer
মেহেরবানী করে স্বীয় তা’লীমী মুরববীর সঙ্গে আলোচনা করুন কিংবা সরাসরি সাক্ষাত করুন।