Jumadal Akhirah 1433 || May 2012

মুহাম্মাদ তারীফুজ্জামান - জামিয়া মুহিউস সুন্নাহ কওমী মাদরাসা যশোর

Question

 

মুহতারাম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। নিম্নে লিখিত প্রশ্নের সমাধান দেওয়ার আবেদন রইল।

) কিছু কিছু শিক্ষিত ভাইকে দ্বীনী দাওয়াত দেওয়ার আমার বিশেষ আগ্রহ। এজন্য তাফসীর ফী যিলালিল কুরআনের প্রণেতা সাইয়্যেদ কুতুবের জীবনী সম্পর্কে জানতে চাই। বিষয়ে কোন কোন কিতাবের সহযোগিতা নিতে পারি? সঠিক নির্দেশনা দিলে উপকৃত হব।

) শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ.-এর জীবনী সম্পর্কে জানার জন্য কোন কিতাব অধ্যয়ন করতে পারি?


 

Answer

 

উত্তর : সাইয়্যিদ কুতুব শহীদের জীবন  কর্ম সম্পর্কে জানার জন্য পড়তে পারেন-‘‘সাইয়েদ কুতব মিনাল মীলাদ ইলাল ইসতিশহাদ’’, সালাহ আবদুল ফাত্তাহখালেদী। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত ‘ইসলামী বিশ্বকোষদেখতে পারেন। তাঁর রচনা  কর্মের মূল্যায়ন  পর্যালোচনা সম্পর্কে নিচেররিসালাগুলো পাঠ করতে পারেন-

ইয়াতিমাতুল বায়ান ..., মাওলানা ইউসুফ বিন্নুরী রাহ.

আসরে হাজের মে দ্বীন কী তাফহীম ওয়া তাশরীহ। অথবা এর আরবী অনুবাদআততাফসীরুস সিয়াসী লিলইসলামমাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.

পুরানে চেরাগ/২৩-৩৮মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.

দুআতুন লা কুযাতহাসান আল হুদায়বী রাহ. (যিনি শহীদ হাসানুল বান্নারাহ.-এর শহীদ হওয়ার পর ইখওয়ানুল মুসলিমীন-এর আমীর নির্বাচিত হন।)

المورد الزلال على أخطاء تفسير الظلال

আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ আদদরবেশ।

مطاعن سيد قطب في أصحاب رسول الله صلى الله عليه وسلم

রবী ইবনে হাদী আলমাদখালি

 

উত্তর : শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ.-এর জীবনী সম্পর্কে ইতিমধ্যে বেশকয়েকটি কিতাব প্রকাশিত হয়েছে এবং আরো হবে ইনশাআল্লাহ। একাধিকবিশ্ববিদ্যালয়ে তাঁর কর্ম  অবদান সম্পর্কে বহু গবেষণাপ্রবন্ধ তৈরি হয়েছে। আপনিসহজেই যেসব কিতাবে তাঁর জীবনী পাঠ করতে পারেন তা হল-

শায়খ আবদুল ফাত্তাহ রাহ.-এর তাহকীক  তালীকসহ প্রকাশিত ‘লিসানুলমীযান’-এর মুকাদ্দিমা এবং তাঁর সংকলিত ‘সাফাহাত মিন সাবরিল উলামা আলাশাদাইদিল ইলমি ওয়াত তাহসীল’-এর ষষ্ঠ সংস্করণের ভূমিকাযা তাঁর সুযোগ্য পুত্রশায়খ সালমান আবদুল ফাত্তাহ লিখেছেন।

ইমদাদুল ফাত্তাহ বিআসানীদিশ শায়খ আবদুল ফাত্তাহশায়খ মুহাম্মাদ আর রশীদ।

আশশাযযাল ফাওয়াহ ফী আখবারি সাইয়িদি- শায়খ আবদুল ফাত্তাহশায়খমাহমূদ সায়ীদ মামদূহ।

নুকূশে রফতেগাঁমাওলানা তাকী উসমানী দামাত বারাকাতুহুম।

শাখসিয়াত ওয়া তাআসসূরাতমাওলানা ইউসুফ লুধিয়ানভী রাহ.

Read more advices provided in this issue