মুহাম্মাদ আমীনুল ইসলাম - মাছনা মাদরাসা, খিলক্ষেত

Question

মোল্লা আলী কারী রাহ.-এর মিরকাতুল মাফাতীহ কিতাবে قال المُظهِر  বলে, আবার কখনো ابن الملك বলে উদ্ধৃতি দেন। উভয়ের পরিচয় কী? ابن الملك -এর উচ্চারণ কি بكسر اللام  নাকি بفتح اللام?

Answer

المظهر  বা المظهري  হলেন সপ্তম শতাব্দীর প্রসিদ্ধ আলেম মুযহিরুদ্দীন হুসাইন বিন মাহমূদ বিন হাসান আযযাইদানী আলমুযহিরী আলহানাফী রাহ.। তিনি মাসাবিহুস সুন্নাহ্র শরহের তাসনীফ শুরু করেছিলেন। কিন্তু কিতাবুল ফিতানের বাবুল মালাহিমপর্যন্ত লেখার পর তাঁর ইন্তেকাল হয়ে যায়। এরপর মাসাবিহের শেষ পর্যন্ত তাঁর এক শাগরিদ তাঁরই উসলূবে শরহটি মুকাম্মাল করেন। কিরমানী, হাফেজ ইবনে হাজার, বদরুদ্দীন আইনী, ইবনুল মালাক, জালালুদ্দীন সুয়ূতী, মোল্লা আলী কারী রাহ.-সহ পরবর্তী অন্যান্য হাদীসের শারিহগণ এ কিতাব থেকে ইস্তেফাদা করেন। ৭২৭ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ১৪৩৩ হিজরিতে দারুন নাওয়াদির থেকে কিতাবটি المفاتيح في شرح المصابيح নামে ছয় খণ্ডে ছেপেছে।

ابن الملك  হলেন আল্লামা মুহাম্মাদ বিন আবদুল লতীফ বিন আবদুল আযীয কিরমানী রাহ. তিনি তাঁর পিতা প্রসিদ্ধ হানাফী ফকীহ আলেম ছিলেন। তিনিও মাসাবীহুস সুন্নাহ্র শরাহ লিখেছেন। যা ১৪৩৩ হিজরীতে شرح مصابيح السنة নামে দারুন নাওয়াদির থেকে ছয় খণ্ডে ছেপেছে। তিনি ৮৫৪ হিজরির পর ইন্তেকাল করেন।

ابن الملك -এর উচ্চারণ ইবুনল মালাক’ (بفتح اللام), ‘ইবনুল মালিক’ (بكسر اللام) নয়। হাফেয সাখাভী রাহ. তাঁর পিতার তরজমায় লেখেন-

عبد اللطيف بن عبد العزيز بن أمين الدين بن فرشتا الحنفي، وفِرِشْتا هو الملَك، وكذا كان يكتب بخطه المعروف بابن الملَك. (الضوء اللامع لأهل القرن التاسع : ৩২৯).

পরবর্তীতে তিনিও তাঁর পিতার ন্যায় ইবনুল মালাক নামে প্রসিদ্ধ হয়েছেন।

Sharable Link