আমি মিশকাত জামাতের ছাত্র। আলকাউসারের নিয়মিত পাঠক। আলকাউসারে দেওয়া হযরতের পরামর্শে অনেক উপকৃত হই। দুআ করি, তালেবানে ইলমের জন্য আল্লাহ তাআলা হযরতকে সার্বক্ষণিক সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন। হযরতের নিকট নিচের শব্দগুলোর সঠিক উচ্চারণ এবং এ মনীষীদের পূর্ণ পরিচয় মাযহাবসহ জানতে চাই।
شمني، التوربشتي، الطيبي، الخطابي، البغوي.
উপরোক্ত নামগুলোর যব্ত নিম্নরূপ :
১. الشُّمُنِّيُّ (তাকী উদ্দীন আশশুমুন্নী।) তিনি হানাফী ছিলেন।
২. التُّوْرْبِشْتِيُّ তিনিও হানাফী।
৩. الخَطَّابِيُّ
৪. البَغَوِيُّ
৫. الطِّبِيُّ.
শেষোক্ত তিনজন শাফেয়ী মাযহাবের অনুসারী ছিলেন।
এ সকল মনীষীর সংক্ষিপ্ত পরিচিতি উদ্ধৃতিসহ লিখে আপনি আলকাউসারের পাঠকবৃন্দকে উপকৃত করুন। কার জীবনী কীভাবে খুঁজতে হয় তা জানার জন্য ‘আলমাদখাল ইলা উলূমিল হাদীসিশ শরীফ’ দেখতে পারেন।