Rajab 1433 || June 2012

মুহাম্মাদ আনার - কিশোরগঞ্জ

২৬০৭. Question

পাঁচ বছর আগে আমার পিতা ইন্তেকাল করেন। তিনি ছেলে, মেয়ে, মা, স্ত্রী ভাই রেখে যান। যাবত তার সম্পদ ওয়ারিসদের মাঝে বণ্টন হয়নি। এখন আমরা তা বণ্টন করতে চাচ্ছি। জানার বিষয় হল, তার রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিসদের মাঝে কীভাবে বণ্টন করতে হবে?


Answer

মৃতের রেখে যাওয়া সমুদয় সম্পত্তি থেকে প্রথমে তার কোনো ঋণ থাকলে তা পরিশোধ করতেহবে। এরপর তার শরীয়তসম্মত কোনো অসিয়ত থাকলে অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ থেকেতা আদায় করতে হবে। অতপর তার অবশিষ্ট স্থাবর-অস্থাবর সম্পত্তি জীবিত ওয়ারিসদের মাঝেনিম্ন বর্ণিত হারে বণ্টন করতে হবে 

মা : ১৬.৬৬%, স্ত্রী : ১২.%, প্রত্যেক ছেলে : ১৫.৭৪০%, প্রত্যেক মেয়ে :.৮৭০%, ভাই : কোনো অংশ  পাবে না।

এক্ষেত্রে মৃতের ছেলে থাকার কারণে মৃতের ভাই মীরাস পাবে না।

-আহকামুল কুরআন, জাসসাস ২/৮১; আলমুহীতুল বুরহানী ২৩/২৯২; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৫১; আদ্দুররুল মুখতার ৬/৭৭৩

Read more Question/Answer of this issue