Rajab 1433 || June 2012

মুহাম্মাদ হুযায়ফা বিন শিহাব - সদর, কিশোরগঞ্জ

২৬০৩. Question

যদি একই দেশের বিভিন্ন স্থানে স্বর্ণ-রূপার বিভিন্ন দর প্রচলিত থাকে তাহলে টাকা-পয়াসা ব্যবসার সম্পদের যাকাতের নিসাব নির্ধারণের ক্ষেত্রে কোন স্থানের দর ধর্তব্য হবে? জানিয়ে বাধিত করবেন।


Answer

আমাদের দেশে রূপার ক্ষেত্রে সরকার কর্তৃক কোনো একক দর নির্ধারিত থাকে না। তাই যদিদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দরে রূপার লেনদেন হয় তাহলে সেক্ষেত্রে যাকাতদাতার সম্পদ যে স্থানেরয়েছে সে স্থানের কাঁচা রূপার দর অনুযায়ী নিসাব নির্ধারণ করতে হবে।

-আলমুহীতুল বুরহানী ৩/১৬৪; আদ্দুররুল মুখতার ২/২৮৬; ফাতহুল কাদীর ২/১৬৭; আলবাহরুর রায়েক ২/২২৯; আলফিকহুল ইসলামী ও আদিল্লাতুহু ২/৭৬০; মাজমূআতুল ফাতাওয়াশ শারইয়াহ ৭/৭৪

Read more Question/Answer of this issue