Jumadal Ula 1433 || April 2012

কাজী ফরিদ আহমেদ - নবাবপুর রোড, ঢাকা

২৫৬৫. Question

 

আমার ৩ কাঠার একটি জায়গা আছে, যার বিবরণ হল, পূর্ব পার্শ্বে আনুমানিক ১৬ ফিট রাস্তা। আমার জায়গার উত্তর পার্শ্বে ৩য় তলা মসজিদ অবস্থিত। মসজিদের পশ্চিম পার্শ্বে কবর স্থান আছে। আমার জায়গার পশ্চিম পার্শ্বে লাগোয়া মসজিদের আরো ৩ কাঠা খরিদকৃত জমি উন্মুক্ত/খালি অবস্থায় আছে। আর আমার জায়গার দক্ষিণ পার্শ্বে মসজিদের জন্য ওয়াকফকৃত আনুমানিক ১ কাঠা জায়গায় টিনশেড ঘর আছে। এ অবস্থায় আমি মসজিদের এবং মসজিদের মুসল্লিদের সার্বিক সুবিধার্থে, মসজিদের গঠন সুন্দর হওয়ার জন্য আমার জায়গার সাথে মসজিদের খরিদকৃত সম্পত্তি ও ওয়াকফকৃত সম্পত্তির সাথে বদল করে মসজিদের একেবারে দক্ষিণ দিকে সমপরিমাণ জায়গায় অবস্থান নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করতে চাই। মানব সমাজের সার্বিক কল্যাণ বিবেচনায় এ ব্যাপারে ইসলাম ধর্মের ফতোয়া প্রার্থনা করছি।


 

Answer

প্রশ্নের বর্ণনা মতে বাস্তবেই যদি প্রশ্নোক্ত ওয়াকফিয়া জমিটি আপনার জমির সাথে পরিবর্তন করলে সার্বিকভাবে মসজিদ লাভবান হয় এবং এর দ্বারা ওয়াকফিয়া সম্পদ কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াকফিয়া জমিটি আপনার জমির সাথে পরিবর্তন করার অবকাশ আছে। তবে এ ধরনের পরিবর্তন হলে সেক্ষেত্রে রেজিষ্ট্রি সংক্রান্ত আইনানুগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে নেওয়া আবশ্যক।

-ফাতাওয়া খানিয়া ৩/৩০৬; আলবাহরুর রায়েক ৫/২২৩

Read more Question/Answer of this issue