Jumadal Ula 1433 || April 2012

মুহাম্মাদ সানাউল্লাহ - আজীমুদ্দীন উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ

২৪৫৭. Question

আলহামদুলিল্লাহ, আমি প্রতি বছর দুই-তিন লক্ষ টাকা যাকাত দিয়ে থাকি। আমি কি যাকাতের টাকা মসজিদ নির্মাণ বা কোনো জনকল্যাণমূলক কাজে যেমন-সেতু নির্মাণ, নদী খনন, রাস্তা মেরামত, নলকূপ স্থাপন ইত্যাদি কাজে ব্যয় করতে পারব? জানিয়ে বাধিত করবেন।


Answer

যাকাতের টাকা দরিদ্রের হক। তাদেরকে এ টাকার নিরঙ্কুশ মালিক বানিয়ে দেওয়া জরুরি। কাউকে মালিক না বানিয়ে জনকল্যাণমূলক খাতে খরচ করলে তা দ্বারা যাকাত আদায় হবে না। সুতরাং মসজিদ নির্মাণ, সেতু নির্মাণ, নদী খনন, রাস্তা মেরামত, নলকূপ স্থাপন ইত্যাদি জনকল্যাণমূলক কাজে যাকাতের অর্থ ব্যয় করা যাবে না।

-সূরা বাকারা (২) : ৬০; তাবয়ীনুল হাকায়েক ২/১২০; তুহফাতুল ফুকাহা ১/৩০৭; আলমুহীতুল বুরহানী ৩/২১২

Read more Question/Answer of this issue