Jumadal Ula 1433 || April 2012

মুহাম্মাদ আবু বকর - মনোহরদী

২৪৫৫. Question

এক লোকের কাছে আমার কিছু টাকা পাওনা আছে। তবে তা পাওয়ার তেমন আশা নেই। জানতে পেরেছি, লোকটি গরীব। যাকাতগ্রহণের উপযুক্ত। এখন ঐ টাকা যদি যাকাত আদায়ের নিয়তে ক্ষমা করে দিই তাহলে  আমার যাকাত আদায় হবে কি না।


Answer

না, এভাবে আপনার যাকাত আদায় হবে না। কেননা যাকাত আদায়ের জন্য শর্ত হল, যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিকে দেওয়ার সময়ই যাকাতের নিয়ত করা। প্রথমে অন্য নিয়তে দিয়ে পরে তা যাকাত হিসেবে ধরে নিলে এতে যাকাত আদায় হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তিকে যাকাত দিতে হলে সরাসরি তাকে যাকাতের অর্থ প্রদান করতে হবে। এরপর তার থেকে নিজের পাওনা উসূল করে নিতে পারবেন।

-রদ্দুল মুহতার ২/২৭০-২৭১; আলবাহরুর রায়েক ২/২১১

Read more Question/Answer of this issue