Rabiul Auwal 1433 || February 2012

ইবনে আবদুল বারী - কুনিয়া নেত্রকোণা

২৪১৬. Question

 

এক প্রতিবেশী আমার কাছে টাকা দিয়েছিলেন একটি চার্জ লাইট কিনে আনার জন্য। লাইটটি ক্রয় করে ব্যাগের মধ্যে রেখে সতর্কতার সাথে নিয়ে আসার পথে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ হাত থেকে ব্যাগটি পড়ে যায়। এতে লাইটটির একটি অংশ ফেটে যায়। তিনি লাইটের ফাটা দেখে বললেন, ফাটা লাইট নিব না। ভালো লাইট দিতে হবে কিংবা আমার টাকা ফেরত দিতে হবে। এখন আমার করণীয় কী?


 

Answer

প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার ইচ্ছাকৃত অবহেলা ছাড়াই যদি লাইটটি পড়ে ফেটে গিয়ে থাকে তাহলে ঐ প্রতিবেশীকে ভালো লাইট দেওয়া কিংবা এর টাকা ফেরত দেওয়া জরুরি নয়। লাইটটি যেভাবে আছে সেভাবেই তার নেওয়া উচিত। এক্ষেত্রে আপনার নিকট ভিন্ন লাইট দাবি করা বা মূল টাকা ফেরত চাওয়া তার জন্য জায়েয নয়।

-হেদায়া ৩/১৮২-১৮৩; ফাতাওয়া হিন্দিয়া ৩/৫৮৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/১৫৮; বাদায়েউস সানায়ে ৫/৩৮; মাজাল্লাতু আহকামিল আদলিয়্যাহ, মাদ্দা : ১৪৬৩

Read more Question/Answer of this issue