Rabiul Auwal 1433 || February 2012

উম্মে ইশফাক - বারিধারা, ঢাকা

২৪০৫. Question

বর্তমানে স্বর্ণের ক্রয়মূল্য ৬৪ হাজার টাকা আর বিক্রয়মূল্য ৪০ হাজার টাকা। এখন আমার প্রশ্ন হল, আমার স্বর্ণের যাকাত প্রদান করব ক্রয়মূল্যে নাকি বিক্রয়মূল্যে? বিস্তারিত জানাবেন।


Answer

যাকাত আদায়ের ক্ষেত্রে নিজের মালিকানাধীন স্বর্ণ-রূপার বর্তমান বাজার দর ধর্তব্য। অর্থাৎ নিজের অলংকারাদি বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে তার যাকাত আদায় করতে হবে।

উল্লেখ্য যে, ভালো মানের স্বর্ণের ক্রয় ও বিক্রয় মূল্যে এত বেশি তফাৎ হওয়ার কথা নয়। বিষয়টি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

-কিতাবুল আমওয়াল, আবু উবায়েদ কাসিম ইবনে সাল্লাম পৃ. ৫২১; আবহাছুন ফিকহিয়্যাহ ১/৪২-১৪৩; ফিকহী মাকালাত ৩/১৫০

Read more Question/Answer of this issue