Safar 1433 || January 2012

মুনীরা বিনতে আবদুল মালেক - কালিয়াকৈর, গাজিপুর

২৩৯৬. Question

 

মুমিনের নিয়ত তার আমলে চেয়ে শ্রেয় এটা কি হাদীস? হাদীস হলে হুকুমসহ জানাবেন।


 

Answer

মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা শ্রেয়-এটি জয়ীফ সনদে বর্ণিত একটি হাদীস। ইমাম বায়হাকী রাহ. হাদীসটিকে জয়ীফ বলেছেন। তবে ইমাম সাখাভী রাহ. এর সপক্ষে আরো হাদীস পেশ করেছেন, যদ্বারা তা ফাযায়েলের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়।

-মাজমাউয যাওয়াইদ ১/৩০১; আলমাকাসিদুল হাসানাহ পৃ. ৭০১

Read more Question/Answer of this issue