Safar 1433 || January 2012

মুহাম্মাদ মাহফুজুর রহমান - ভোলা, লালমহন

২৩৯০. Question

এক লোক একটি হাঙ্গেরি মোবাইল সেট ক্রয়ের উদ্দেশ্যে এক মোবাইল দোকানদারকে বলল, আমাকে একটি হাঙ্গেরি নকিয়া মোবাইল সেট দিন। দোকানদার তাকে হাঙ্গেরি নকিয়া সেটের বদলে একটি চায়না নকিয়া সেট দিল এবং তার থেকে হাঙ্গেরি নকিয়া সেটের দাম রাখল। লোকটি বাসায় গিয়ে দেখল যে, এটা হাঙ্গেরি নকিয়া সেট নয়; বরং চায়না নকিয়া সেট। এখন আমার জানার বিষয় হল, ঐ ব্যক্তি মোবাইল সেটটি ফেরত দিতে পারবে কি না। আর না পারলে অতিরিক্ত মূল্য ফেরত নিতে পারবে কি না। জানিয়ে বাধিত করবেন।


Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু বিক্রেতা ঐ ব্যক্তিকে হাঙ্গেরি নকিয়া সেটের পরিবর্তে চায়না সেট দিয়েছে তাই তার জন্য ঐ সেটটি ফেরত দেওয়ার অধিকার রয়েছে। সুতরাং ঐ ব্যক্তি সেটটি ফেরত দিতে চাইলে দোকানদার হয়ত তাকে সেটার পরিবর্তে হাঙ্গেরী সেট দিবে। কিংবা ক্রেতা যদি চায়না সেটটিই ন্যায্য মূল্যে নিজের কাছে রেখে দিতে চায় এবং বিক্রেতাও তাতে সম্মত হয় সেক্ষেত্রে বিক্রেতা অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফেরত দিয়ে দিবে।

-ফাতহুল কাদীর ৫/৫৩০; আদ্দুররুল মুখতার ৪/৫৯০; খুলাসাতুল ফাতাওয়া ৩/৫৬; তাবয়ীনুল হাকায়েক ৪/৩২০; শরহুল মাজাল্লা ২/২৫৩

Read more Question/Answer of this issue