Zilhajj 1432 || November 2011

মুহাম্মাদুল্লাহ - কাওরান বাজার, ঢাকা

২৩৪১. Question

 

সৎমায়ের আপন বোনকে (খালাকে) বিবাহ করা জায়েয আছে কি?


 

Answer

হ্যাঁ, সৎ মায়ের বোনকে বিবাহ করা জায়েয আছে। কেননা, তারা পরস্পর মাহরাম নয়।

-সূরা নিসা : ৩৪; তাফসীরে তাবারী ৪/১২; ইমদাদুল আহকাম ২/২৪৭; মাজমুআতুল ফাতাওয়া লাখনভী ২/২৩

Read more Question/Answer of this issue