Zilqad 1432 || October 2011

জামিল আহমদ - মিরপুর-১৪, ঢাকা

২৩১৮. Question

শুনেছি, সূরা তাহরীমের ৮ নং আয়াতে তাওবাতান নাসূহা-এর نصوح  শব্দটি নাকি এক ব্যক্তির নাম এবং তাওবাতান নাসূহা দ্বারা ঐ ব্যক্তির তাওবার দিকে ইঙ্গিত করা হয়েছে। জানতে চাই, এ কথাটি কি সঠিক? আর উক্ত শব্দের মূল অর্থ কী?


Answer

আপনার শোনা কথাটি ঠিক নয়। উক্ত আয়াতে نصوح শব্দটি কোনো ব্যক্তির নাম নয়। বরং এটি তার পূর্বের শব্দ توبة এর বিশেষণ (সিফাত)। শব্দটি  نصحথেকে উদগত, যার অর্থ খাঁটি করা এবং এ অনুযায়ী তাওবাতান নাসূহা- এর অর্থ হল বিশুদ্ধ এবং খাঁটি তওবা।

হযরত নুমান বিন বশির রা. বলেন, আমি হযরত উমর রা.কে বলতে শুনেছি, তাওবাতান নাসূহা হল কোনো গুনাহ ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা এবং এরপর কখনো সে কাজ না করা।

-শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস : ৭০৩৪; তাফসীরে ইবনে কাসীর ৪/৬১২; তাফসীরে তবারী ১২/১৫৯; মাজমূ ফাতাওয়া ইবনে তাইমিয়া ১৬/৫৭, ৫৯

Read more Question/Answer of this issue