Shawal 1446 || April 2025

সাদেকুর রহমান - যশোর

৬৭১৪. Question

আমাদের প্রতিবেশী এক মেয়ের ডান হাতের বৃদ্ধাঙুলির পাশে অতিরিক্ত একটি আঙুল উঠেছে এটা তার কাছে বেশ অস্বস্তিকর মনে হয় এবং এ কারণে সে মানুষজনের কাছে হাত বের করতে সংকোচবোধ করে এজন্য তার বাবা চাচ্ছে, অপারেশন করে অতিরিক্ত আঙুলটি কেটে ফেলবে

হুজুরের কাছে জানতে চাই, এমনটি করা শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে কি না?

Answer

হাঁ, অতিরিক্ত আঙুলটি অপারেশন করে কেটে ফেললে যদি হাতের কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে তা কেটে ফেলা জায়েয হবে

* >فتاوى قاضيخان< /৪১০ : و في الفتاوى إذا أراد أن يقطع إصبعا زائدة أو شيئا آخر، قال أبو نصر رحمه الله تعالى : إن كان الغالب على من قطع مثل ذلك الهلاك فإنه لا يفعل؛ لأنه تعريض النفس للهلاك، وإن كان الغالب هو النجاة فهو في سعة من ذلك.

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৪৯৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২৮৮; শরহু মানযুমাতি ইবনি ওয়াহবান ২/১৬৯ 

Read more Question/Answer of this issue