রজব আলী - উত্তরা, ঢাকা
৬৭১২. Question
আমি একটি ভবনে ফুলটাইম দারোয়ান হিসেবে নিয়োজিত আছি। এখানে একজন নতুন ভাড়াটিয়া এসেছে। তার সন্তানকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করার জন্য তার একজন লোকের প্রয়োজন। সে আমাকে এ ব্যাপারে প্রস্তাব করেছে এবং বলেছে, এর বিনিময়ে মাসে আমাকে এক হাজার টাকা করে দেবে।
হুজুরের কাছে জানতে চাই, বাড়ির মালিককে না জানিয়ে আমার জন্য এ প্রস্তাব গ্রহণ করা কি বৈধ হবে?
Answer
আপনি যদি ঐ বাড়িতে পূর্ণ সময়ের জন্য দারোয়ানের দায়িত্বে থাকেন, তাহলে বাড়ি মালিকের অনুমতি ছাড়া উক্ত প্রস্তাব গ্রহণ করা আপনার জন্য বৈধ হবে না। এক্ষেত্রে পাহারা বাদ দিয়ে অন্য কোনো কাজ বিনিময় নিয়ে হোক বা বিনিময় ছাড়া কোনোভাবেই নিয়োগকর্তার অনুমতি ছাড়া করা বৈধ নয়।
* >المحيط البرهاني< ১২/৬৫ : قال الفقيه أبو بكر رحمه الله: عندي أن الحارس أجير خاص، ألا ترى أنه لو أراد أن يشغل نفسه في صنف آخر، لم يكن له ذلك، والفتوى على قول الفقيه أبي بكر والفقيه أبي جعفر رحمه الله.
–আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৪০৪; তাবয়ীনুল হাকায়েক ৬/১৪৩; মি‘রাজুদ দিরায়া ৭/৩১০; দুরারুল হুক্কাম ২/২৩৬; আদ্দুররুল মুখতার ৬/৭০