আব্দুস সাত্তার - মাইজদি, নোয়াখালী
৬৭১১. Question
আমার এক প্রতিবেশী ইতালী যাওয়ার সময় আমার থেকে বারো লক্ষ টাকা ঋণ নিয়েছে। তখন সে আমার কাছে আট ভরি স্বর্ণালংকার বন্ধক রেখেছে। এ স্বর্ণগুলো আমি আমার বাসায় রাখা নিরাপদ মনে করিনি। তাই আমি তা একটি ব্যাংকের লকারে রেখেছি।
জানার বিষয় হল, লকারে রাখার কারণে ব্যাংকে প্রদেয় চার্জ আমি কি পরবর্তীতে ঋণগ্রহীতা আমার ঐ প্রতিবেশী থেকে নিতে পারব?
Answer
বন্ধকি অলংকারগুলো হেফাজতের উদ্দেশ্যে লকারে রাখার চার্জ আপনাকেই বহন করতে হবে। বন্ধকদাতা থেকে এর খরচ দাবি করা আপনার জন্য ঠিক হবে না। কারণ বন্ধকি বস্তুর সংরক্ষণ চার্জ বন্ধকগ্রহীতার ওপরই বর্তায়। বন্ধকদাতার ওপর নয়।
* >تحفة الفقهاء< ৩/৪৩ : وأما نفقة الرهن فعلى وجهين : فكل نفقة ومؤونة كانت لمصلحة الرهن وتبقيته، فعلى الراهن، وكل ما كان لحفظه أو لرده إلى يد المرتهن أو لرد جزء منه فات بسبب حادث، فعلى المرتهن.
–আলমুহীতুর রাযাবী ৮/৩৩৫; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৫/৭৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৫৪৬; আদ্দুররুল মুখতার ৬/৪৮৭; শরহুল মাজাল্লাহ, আতাসী ৩/১৬৬