আব্দুল হাফীয - লক্ষীপুর
৬৭১০. Question
আমাদের এলাকার মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলছে। এ নির্মাণ কাজের জন্য খরচের কথা বলে এক দ্বীনদার লোক দুই লক্ষ টাকা দান করেন। কিন্তু বর্তমানে আমরা মসজিদের নির্মাণ কাজ থেকেও জানাযা ও ঈদের নামাযের জন্য মসজিদের সামনের জায়গায় মাঠ প্রস্তুত করাকে গুরুত্বপূর্ণ মনে করছি, এবং টাকাগুলো ঐ খাতেই খরচ করতে চাচ্ছি।
এখন জানার বিষয় হল, আমাদের জন্য এ দুই লক্ষ টাকা মসজিদের নির্মাণ কাজে ব্যয় না করে উক্ত খাতে খরচ করা জায়েয হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে দাতা যেহেতু মসজিদের নির্মাণ কাজে খরচের জন্য টাকাগুলো দান করেছেন, তাই এই টাকা মসজিদের নির্মাণ খাতেই ব্যয় করা জরুরি। জানাযা ও ঈদের নামাযের মাঠ প্রস্তুতের কাজে তা ব্যয় করা যাবে না। মসজিদ সংশ্লিষ্ট জানাযা ও ঈদের নামাযের মাঠের কাজ সাধারণ তহবিল থেকে করা যাবে। আর ঐ খাতগুলোর কথা উল্লেখ করে পৃথকভাবে অনুদান সংগ্রহ করা গেলে তা হবে সবচেয়ে উত্তম কাজ।
* >المحيط البرهاني< ৯/১৩৩ : وفى فتاوى أبى الليث: سئل الفقيه أبو جعفر رحمه الله تعالى عمن قال: جعلت حجرتي لدهن سراج المسجد، ولم يزد على هذا، صارت الحجرة وقفا على المسجد بما قال، ليس له الرجوع، ولا له أن يجعله لغيره، وهذا إذا سلمه إلى المتولي عند محمد، وليس للمتولى أن يصرف غلتها إلى غير الدهن؛ لأن الواقف وقفها على دهن المسجد.
–আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৫৩৪; ফাতাওয়া খানিয়া ৩/২৯১; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২২; আযযাখিরাতুল বুরহানিয়া ৯/৬০; ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৭১; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৬১