আশিক উল্লাহ - কুমিল্লা
৬৭০৮. Question
ইহরাম অবস্থায় মাস্ক ব্যবহারের হুকুম কী? আমি একবার ইহরাম অবস্থায় কোনো ওজর ছাড়াই তিন-চার ঘণ্টা মাস্ক পরা অবস্থায় ছিলাম। তখন আমার এক সাথি বললেন, ইহরাম অবস্থায় মাস্ক পরা যায় না। তখন আমি খুলে ফেলি। তাই আমি এ বিষয়ে শরীয়তের হুকুম জানতে চাচ্ছি। এখন আমার ওপর কোনো কাফ্ফারা আসবে কি?
Answer
প্রশ্নোক্ত কারণে আপনাকে জরিমানাস্বরূপ একটি সদকাতুল ফিতর পরিমাণ বা তার মূল্য গরিব কাউকে দান করতে হবে। কেননা ইহরাম অবস্থায় চেহারা ঢেকে রাখা নিষিদ্ধ। কেউ যদি ইহরাম অবস্থায় চেহারার এক চতুর্থাংশ বা তার বেশি বারো ঘণ্টা বা এর বেশি সময় ঢেকে রাখে, তাহলে দম ওয়াজিব হয়। আর বারো ঘণ্টার কম সময় (এক ঘণ্টার বেশি) ঢেকে রাখলে একটি সদকাতুল ফিতর পরিমাণ দান করা ওয়াজিব হয়। আর এ সদকা যেকোনো জায়গায় আদায় করা যাবে। তবে হেরেম এলাকার দরিদ্রদের দেওয়া উত্তম।
* >المبسوط< للسرخسي ৪/১২৮ : وإن غطى المحرم ربع رأسه أو وجهه يوما فعليه دم، وإن كان دون ذلك فعليه صدقة.
–আলমুহীতুল বুরহানী ৩/৪৩০; আলবাহরুর রায়েক ৩/৮; গুনইয়াতুন নাসিক, পৃ. ২৫৪, ২৫১, ২৪০; রদ্দুল মুহতার ২/৫৪৭