Shawal 1446 || April 2025

জামাল উদ্দীন - কুয়াকাটা, বরিশাল

৬৭০৬. Question

এবছর আমি আমার এক আত্মীয়কে যাকাত দেওয়ার জন্য কিছু সামানা কিনে রেখেছিলাম ইচ্ছা ছিল, সে আমাদের বাড়িতে এলে এগুলো তাকে দিয়ে দেব এরই মাঝে আমাদের বাড়িতে চুরি হয় ঘরের বিভিন্ন সামানার সাথে তখন যাকাতের সেই সামানাগুলোও চুরি হয়ে যায়

জানার বিষয় হল, আমি এসব সামানা যেহেতু যাকাতের উদ্দেশ্যেই কিনেছি, এতে কি আমার যিম্মা থেকে এ যাকাত আদায় হয়ে গেছে, নাকি এক্ষেত্রে আমাকে নতুন করে এই যাকাত আদায় করতে হবে?

 

Answer

ঐ সামানাগুলো চুরি হওয়ার দ্বারা আপনার যাকাত আদায় বা মাফ হয়ে যায়নি কেননা যাকাতের নিয়তে কোনো বস্তু বা টাকা নিজের কাছে পৃথক করে রাখলেও তা নিজের মালিকানাতেই থেকে যায় তাই কোনো কারণে তা খোয়া গেলে নিজের সম্পদ খোয়া গেছে বলেই ধর্তব্য হবে আর যাকাত আদায় হওয়ার জন্য যাকাতের উপযুক্ত ব্যক্তি বা তার প্রতিনিধির হাতে তা পৌঁছে দেওয়া আবশ্যক এর আগে যাকাত আদায় হয় না অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে এ যাকাত আদায় করতে হবে

* >فتاوى قاضيخان< /২৬৩ : رجل وجب عليه زكاة المائتين، فأفرز خمسة من ماله، ثم ضاعت منه تلك الخمسة، لا تسقط عنه الزكاة، ولو مات صاحب المال بعد أن أفرز الخمسة، كانت الخمسة ميراثا عنه.

খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৮; আযযিয়াউল মা‘নাবী ৩/৪৭; আলবাহরুর রায়েক ২/২১১; আদ্দুররুল মুখতার ২/২৬৯

Read more Question/Answer of this issue