জাফরুল হোসেন - সিরাজগঞ্জ
৬৭০৫. Question
আমার চাচা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। চাচার ওপর অনেক ঋণ রয়ে গেছে। তিনি সম্পদ হিসেবে যা কিছু রেখে গেছেন, তা থেকে সামান্য কিছুই পরিশোধ করা যাবে। বাকি অনেক টাকা ঋণ অপরিশোধিত থেকে যাবে। এদিকে চাচাতো ভাইদের আর্থিক অবস্থাও তেমন ভালো না।
আমার প্রশ্ন হল, এমতাবস্থায় আমি কি আমার যাকাতের টাকা দিয়ে চাচার ঋণ পরিশোধ করতে পারব?
Answer
মৃতের পক্ষ থেকে যাকাতের টাকা দিয়ে পাওনাদারকে ঋণ পরিশোধ করা যায় না। তবে আপনার মৃত চাচার ঋণ পরিশোধের জন্য আপনি তার দরিদ্র ওয়ারিশকে নিজ যাকাতের অর্থ দিতে পারেন। সে নিজের জন্য যাকাত গ্রহণ করার দ্বারা আপনার যাকাত আদায় হয়ে যাবে। এরপর সে ঐ টাকা দিয়ে মৃতের ঋণ পরিশোধ করে দিতে পারবে।
* >المبسوط< للسرخسي ২/২০২ : ولا يجزئ في الزكاة عتق رقبة ولا الحج، ولا قضاء دين ميت ولا تكفينه. ... والأصل فيه أن الواجب فيه فعل الإيتاء في جزء من المال، ولا يحصل الإيتاء إلا بالتمليك، فكل قربة خلت عن التمليك لا تجزئ عن الزكاة. ... وكذلك قضاء دين الميت؛ فإنه لا يملك الميت شيئا، وما يأخذه صاحب الدين يأخذه عوضا عن ملكه.
–মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৭১৭০; শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ২/১৮৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৩; আলমুহীতুল বুরহানী ৩/২১২; আদ্দুররুল মুখতার ২/৩৪৪