Shawal 1446 || April 2025

ইয়াযুদ্দীন - ফুলগাজী, ফেনী

৬৭০৪. Question

গত রমযানে আমার দাদু অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল ছিলেন তা সত্ত্বেও তিনি রোযা রেখেছেন একদিন রোযা অবস্থায় তিনি ভুলে পানি পান করতে জগ থেকে গ্লাসে পানি নিচ্ছেন ইত্যবসরে আমি তা দেখে ফেলি এবং সাথে সাথে তাকে  রোযার কথা মনে করিয়ে দিই তিনি আর পানি পান করেননি

পরে আমার আম্মু তা জানতে পেরে আমার ওপর ভীষণ রাগ করেন এবং বলেন, তোমার দাদু অসুস্থ মানুষ তাকে রোযার কথা স্মরণ করিয়ে দেওয়া মোটেও উচিত হয়নি জানার বিষয় হল, আম্মুর কথাটি কি ঠিক?

Answer

হাঁ, আপনার দাদুকে ঐ সময় রোযার কথা স্মরণ না করিয়ে দেওয়াই উত্তম ছিল কেননা, অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিকে যদি কেউ রোযা অবস্থায় ভুলে পানাহার করতে দেখে, তবে তাকে রোযার কথা স্মরণ না করানোই উত্তম

কিন্তু রোযাদার শারীরিকভাবে সুস্থ ও শক্তি-সামর্থ্যবান হলে এ অবস্থায় তাকে রোযার কথা স্মরণ করিয়ে দেওয়া কর্তব্য এক্ষেত্রে তাকে পানাহার করতে দেখার পরও রোযার কথা স্মরণ না করিয়ে দেওয়া মাকরূহ অবশ্য সর্বাবস্থায়ই ঐ ব্যক্তির রোযা আদায় হয়ে যাবে ভুলে পানাহার করার কারণে তাকে এর কাযা করতে হবে না

* >البحر الرائق< /২৭১ : والأولى أن لا يذكره إن كان شيخا؛ لأن ما يفعله الصائم ليس بمعصية، فالسكوت عنه ليس بمعصية، ولأن الشيخوخة مظنة المرحمة، وإن كان شابا يقوى على الصوم، يكره أن لا يخبره، والظاهر أنها تحريمية.

সহীহ বুখারী, হাদীস ১৯৩৩; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ১৩১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৬; আততাজনীস ওয়াল মাযীদ ২/৪০৮; তাবয়ীনুল হাকায়েক ২/১৬৭; মারাকিল ফালাহ, পৃ. ৩৬০

Read more Question/Answer of this issue