Shawal 1446 || April 2025

আলআমিন - বন্দর, নারায়ণগঞ্জ

৬৭০০. Question

গতকাল আমি জুমার পূর্বের চার রাকাত সুন্নত পড়ছিলাম তৃতীয় রাকাতে থাকা অবস্থায় খুতবা শুরু হয়ে যায় ফলে নামায চার রাকাত পূর্ণ করব, নাকি এ অবস্থায়ই নামায ছেড়ে দিব তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই শেষে সংক্ষেপে চার রাকাতই পূর্ণ করি

হুজুুরের কাছে জানতে চাই, খুতবা চলা অবস্থায় আমার জন্য কি নামায পূর্ণ করা ঠিক হয়েছে?

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে তখন নামায ছেড়ে না দিয়ে চার রাকাত পূর্ণ করে আপনি ঠিকই করেছেন কেননা জুমার পূর্বের সুন্নতে তৃতীয় রাকাত শুরু করার পর খুতবা শুরু হয়ে গেলে নিয়ম হল, সংক্ষিপ্ত কেরাতে চার রাকাত পূর্ণ করে নেওয়া অবশ্য তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর আগে খুতবা শুরু হয়ে গেলে দুই রাকাতেই নামায শেষ করে দেবে এক্ষেত্রে ‘কাবলাল জুমার’ এ চার রাকাত জুমার পর আদায় করে নেবে

* >فتاوى قاضيخان< /৭৫ : فإن افتتح الأربع قبل الجمعة، ثم خرج الإمام، ذكر في النوادر أنه إن كان صلى ركعة يضيف إليها أخرى، ويخفف القراءة، يقرأ بفاتحة الكتاب وشيء من السورة، وبه أخذ المشايخ. ... وإذا سلم على رأس الركعتين حكي عن الشيخ الإمام أبي محمد بن الفضل رحمه الله تعالى أنه قال يقضي أربعا.

>شرح مختصر الطحاوي< للإسبيجابي /৪৩৩ : وكذلك إن صلى ثلاثا يضيف إليها أخرى.

শরহুল জামিইস সাগীর, কাযীখান ১/১১৫; যাদুল ফাকীর, পৃ. ১৬৪; শরহুল মুনইয়া, পৃ. ২৪৩; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪৯৮; আলবাহরুর রায়েক ২/৭৫; রদ্দুল মুহতার ২/৫৪

Read more Question/Answer of this issue