আশিকুল্লাহ - বালিয়াকান্দি, রাজবাড়ী
৬৬৯৯. Question
রমযানে আমি ‘কিয়ামুল লাইলে’ কুরআন খতম করি। একবার ত্রিশ নম্বর পারা তিলাওয়াতের সময় ভুলক্রমে দুইটি সূরা ছুটে যায় এবং সেই নামাযেই দ্বিতীয় রাকাতে তা স্মরণ হয়। তখন আমি দ্বিতীয় রাকাতে পড়তে থাকা সূরাটি শেষ করে ছুটে যাওয়া দুইটি সূরা পড়ে নিই।
জানার বিষয় হল, এক্ষেত্রে তো আমার আগের সূরা পরে আর পরের সূরা আগে পড়া হয়েছে। এতে কি আমার নামাযে কোনো সমস্যা হয়েছে?
Answer
প্রশ্নোক্ত কারণে আপনার নামাযে কোনো সমস্যা হয়নি। নফল নামাযে সূরা আগ-পর হয়ে গেলে, অর্থাৎ প্রথম রাকাতে পরের সূরা আর পরের রাকাতে পূর্বের সূরা পড়া, অথবা একই রাকাতে আগ-পর হয়ে যাওয়া মাকরূহ নয়। সুতরাং আপনি যেহেতু ‘কিয়ামুল লাইল’ তথা নফল নামাযেই এমনটি করেছেন, তাও আবার ইচ্ছাকৃত নয়; বরং ভুলে হয়েছে, তাই এটি দূষণীয় বলে ধর্তব্য হবে না। তবে নফল নামাযেও ইচ্ছাকৃত এমনটি না করাই ভালো।
* >المحيط البرهاني< ২/৪৭ : وإذا قرأ في ركعة سورة وقرأ في الركعة الأخرى سورة فوق تلك السورة، أو قرأ في ركعة سورة ثم قرأ في تلك الركعة سورة أخرى فوق تلك السورة، يكره، ... وهذا كله في الفرائض، فأما في السنن فلا يكره، هكذا ذكر صدر الإسلام أبو اليسر رحمه الله في زلة القاري.
–খুলাসাতুল ফাতাওয়া ১/৯৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/৬৮; শরহুল মুনইয়া, পৃ. ৪৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৮; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৯৩